- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২২, ২০২৩
বড় ধাক্কা পাকিস্তানের, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ, দলে হাসান আলি

আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়ে দাঁড়াল। একদিনের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের জোরে বোলার নাসিম শাহ। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে হাসান আলিকে। নাসিম শাহর ছিটকে যাওয়াটা যে পাকিস্তানের কাছে বড় ধাক্কা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এছাড়াও বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন জোরে বোলার অলরাউন্ডার ফাহিম আশরাফ। তাঁর পরিবর্তে দলে ঢুকেছেন লেগ স্পিনার উসামা মীর।
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন নাসিম শাহ। তখনই আশঙ্কা করা হয়েছিল বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন পাকিস্তানের এই নির্ভরযোগ্য জোরে বোলার। চোট পরীক্ষার জন্য শ্রীলঙ্কা থেকে দুবাই উড়ে যান নাসিম। সেখানে স্ক্যান করা হয়। চূড়ান্ত রিপোর্ট আসার পরই তাঁকে বাদ দিয়েই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল পাকিস্তান। শুধু বিশ্বকাপ নয়, বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে নাসিম শাহকে। তাঁর ছিটকে যাওয়াটা পাকিস্তানের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন নির্বাচক কমিটির প্রধান ইমনজামাম–উল–হক।
নাসিম ছিটকে যাওয়ায় পাকিস্তানের জোরে বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও মহম্মদ ওয়াসিমের সঙ্গী হলেন হাসান আলি। এবছর জানুয়ারিতে দেশের হয়ে শেষ খেলেছিলেন হাসান আলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার পর আর জাতীয় দলে ডাক পাননি। দেশের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন গতবছর জুনে। এবছর লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্স করেছিলেন। বড় আসরে দেশের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে। উসামা মীর এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেছিলেন। শাদাব খান, মহম্মদ নওয়াজের সঙ্গে তিনি স্পিন বোলিং সামলাবেন।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে বৈঠকে বসেন অধিনায়ক বাবর আজম, প্রধান কোচ গ্রান্ট ব্রাডবার্ন, নির্বাচক কমিটির প্রধান ইনজামাম–উল–হক, টেকনিক্যাল কমিটির সদস্য মিসবা–উল হক ও মহম্মদ হাফিজ। বৈঠকে এশিয়া কাপের পারফরমেন্স পর্যালোচনার পাশাপাশি বিশ্বকাপের দল চূড়ান্ত করা হয়। দল ঘোষণার পর ইনজামাম বলেন, ‘নাসিম দলের প্রধান বোলার। দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে তাকে পাওয়া যাচ্ছে না। মহম্মদ হাসনাইন আর ইহসানুল্লাহরও চোট রয়েছে। অভিজ্ঞতার জন্যই হাসান আলিকে নেওয়া হয়েছে। পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্টে ভাল পারফরমেন্স করেছে। নাসিমের জায়গায় আমাদের এমন একজনকে দরকার ছিল, যে নতুন বলে বোলিং করতে পারবে। হাসান নতুন ও পুরোনো দুই রকম বলেই ভাল বোলিং করে।’
বিশ্বকাপের ঘোষিত চূড়ান্ত দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আমেদ, আগা সালমান, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম।
রিজার্ভ: মহম্মদ হারিস, আবরার আহমেদ ও জামান খান।
❤ Support Us