- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৬, ২০২৩
বিজেপির দাক্ষিণ্যে রাহুল হলেন রাবণ ! “আর কত নিচে নামবেন!”, মোদি-নাদ্দাদের তোপ দাগলেন প্রিয়াঙ্কা

ক্ষমতায় টিকে থাকতে হলে, নির্বাচনে জয়ী হতে হলে শাসকের কত কী না করতে হয় তার প্রমাণ বিজেপির বিজেপি-র সোশ্যাল মিডিয়ার একটি পোস্টার। আর বিজেপি-র সোশ্যাল মিডিয়ার এই পোস্টারের দাক্ষিণ্যে রাহুল গান্ধি এখন রাবণরূপে দেশে পরিচিত হচ্ছেন! বিজেপির এই পোস্টার ঘিরে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। এই পোস্টার নিয়ে এবার আসরে নামলেন রাহুলের বোন এবং কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। দাদাকে রাবণরূপে দেখে স্বাভাবিকভাবেই অগ্নিশর্মা হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। সোজা মোদি-নাড্ডাদের তোপ দেগে প্রিয়াঙ্কার প্রশ্ন, আপনারা কি সাংবিধানিক পদের শপথটুকুও ভুলে গেলেন?
The new age Ravan is here. He is Evil. Anti Dharma. Anti Ram. His aim is to destroy Bharat. pic.twitter.com/AwDKxJpDHB
— BJP (@BJP4India) October 5, 2023
বৃহস্পতিবার নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমার পোস্টারের আদলে একটি পোস্টার প্রকাশ করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। রাবণের পোশাকের সঙ্গে রাবনের মুখের জায়গায় রাহুল গান্ধির মুখ দেখা যাচ্ছে সেই পোস্টারে। সিনেমার আদলেই পোস্টারে লেখা হয়েছে, এই রাবণ কংগ্রেস পার্টির তৈরি। এমনকী রাহুলের সঙ্গে তথাকথিত “ভারত বিরোধী” শিল্পপতি জর্জ সোরসকেও জুড়ে দেওয়া হয়েছে ওই পোস্টারে। বিজেপির দাবি রাহুলের এই রাবণরূপের নেপথ্যে আছেন জর্জ সোরসই।
सर्वश्री @narendramodi जी एवं श्री @JPNadda जी! आप राजनीति और बहस-मुबाहसे को गिरावट की कौन-सी मंज़िल तक ले जाना चाहते हैं?
आपकी पार्टी के आधिकारिक ट्विटर हैंडल से जो हिंसक और उकसाऊ ट्वीट किये जा रहे हैं, क्या उसमें आपकी सहमति है ?
ज़्यादा समय नहीं बीता, आपने शुचिता की क़सम…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 5, 2023
বিজেপি-র রাহুলকে এভাবে রাবণরূপে দেখানো কংগ্রেস যে কখনোই মেনে নেবে না, সেটাই স্বাভাবিক । কংগ্রেসের একের পর এক শীর্ষনেতা মুখ খুলছেন এই নিয়ে। এবার স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধি এই ইস্যুতে নরেন্দ্র মোদি এবং জেপি নাড্ডাকে তোপ দেগে বললেন,”সম্মানীয় নরেন্দ্র মোদি এবং জেপি নাড্ডা, আপনারা আর কতটা নিচে নামবেন। আপনাদের দলের সোশাল মিডিয়া হ্যান্ডেলে যে হিংসাত্মক এবং উসকানিমূলক পোস্ট করা হচ্ছে সেগুলো কি আপনারা সমর্থন করেন? কিছুদিন আগেই তো আপনারা সৌজন্য বজায় রাখার শপথ নিয়েছিলেন। নাকি অন্যান্য প্রতিশ্রুতির মতো সেটাও ভুলে গেলেন।”
বস্তুত, রাহুলের ওই পোস্টার নিয়ে গোটা কংগ্রেস এখন রাজনীতির আসরে নেমে পড়েছে। যুব কংগ্রেসের তরফে পালটা মোদিকে নিয়ে পোস্টার বানানো হয়েছে। দলের শীর্ষনেতারা তো বটেই রাজ্যস্তরেও প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে। দলের আরেক শীর্ষনেতা কে সি বেণুগোপাল বলেছেন, “এই ছবির নিন্দা করতে কোনও শব্দই যথেষ্ট নয়। আসলে বিজেপি রাহুলকে খুন করতে চায়, এই পোস্টার থেকেই তাদের উদ্দেশ্য বোঝা যাচ্ছে। রাহুল নিজের ঠাকুমা ও বাবাকেও এইভাবেই হারিয়েছিলেন।”
❤ Support Us