- দে । শ
- সেপ্টেম্বর ২, ২০২৪
রাজ্যজুড়ে ফুটপাথের হকারদের সমীক্ষা শুরু
কাটোয়া শহরের হকারদের পাশে তৃণমূল নিয়ন্ত্রিত পুরসভা। ফুটপাথ দখল করে ব্যবসা করা হকারদের যাবতীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে শুরু হল সমীক্ষা। দুটি দলে ভাগ হয়ে সমীক্ষা হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ীই এই সমীক্ষা বলে জানালেন পুরপ্রধান সমীর সাহা। সমীরবাবু বলেন, ‘কীভাবে সমীক্ষা হবে, কারা সমীক্ষা করবেন, এইসব নিয়ে বৈঠক করে পুরো বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।’ হকাররা কতদিন ধরে ব্যবসা করছেন, কী ধরনের ব্যবসা করছেন, তাদের ছবি, ঠিকানা-সহ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের যাবতীয় তথ্য ‘স্ট্রিট ভেন্ডার’ শীর্ষক পোর্টালে নথিভুক্ত করা হবে। জিপিএসের মাধ্যমে হকারদের বসার জায়গা চিহ্নিত করা হবে। এই সমস্ত তথ্য নিয়ে একটি ডেটা ব্যাঙ্ক তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। কাটোয়া শহরের বিভিন্ন ফুটপাথে সবমিলিয়ে হাজার দুয়েক হকার ব্যবসা করেন। কারও চায়ের দোকান, কেউ প্লাস্টিকের সামগ্রী বিক্রি করেন, কেউ পোশাক, কেউ মনোহারি জিনিস বিক্রি করেন।
শুধু কাটোয়া শহরই নয়, রাজ্যের সমস্ত পুর এলাকার ফুটপাথের হকারদের তথ্য নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের কাছে হকারদের যাবতীয় তথ্য থাকবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হকাররা।
❤ Support Us