Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩, ২০২৩

টি২০ ক্রিকেটে ইতিহাস ক্যারিবিয়ানদের, এক ম্যাচে একাধিক রেকর্ড গড়ে জয়

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ ক্রিকেটে ইতিহাস ক্যারিবিয়ানদের, এক ম্যাচে একাধিক রেকর্ড গড়ে জয়

পুরুষদের ক্রিকেটে কৌলিন্য হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মহিলাদের ক্রিকেটে কিন্তু স্বমহিমায়। মহিলাদের টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাস গড়ে জয় তুলে নিল ক্যারিবিয়ানরা। ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি। মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড, সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডের পাশাপাশি দ্রুততম হাফ সেঞ্চুরি, বেশি রানের পার্টনারশিপের রেকর্ডও হল এক ম্যাচে। একটা টি টোয়েন্টি ম্যাচে সবথেকে বেশি রানও উঠল। ম্যাচে ১ বল বাকি থাকতে নাটকীয় জয় ওয়েস্ট ইন্ডিজের।
নর্থ সিডনি ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ২০ ওভারে তোলে ২১২/‌৬। সর্বোচ্চ রান করেন এলিসে পেরি। ৪৬ বলে তিনি করেন ৭০।  তবে চমক দেখান ফোবি লিচফিল্ড। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৮ বলে হাফ সেঞ্চুরি করে মহিলাদের ক্রিকেটে সোফি ডিভাইনের দ্রুততম ৫০ করার রেকর্ড স্পর্শ করেন। ১৭ তম ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১৪৬/‌৬। শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৮৮।
জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। হেইলি ম্যাথুজ ও স্টেফানিয়ে টেলরের জুটি দ্বিতীয় উইকেটে যোগ করেন ১৭৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটা। জুটিতে সবথেকে বেশি অবদান ম্যাথুজের। ৬৪ বলে তিনি ১৩২ রান করে ১৯ তম ওভারে আউট হন। ম্যাথুজের সেঞ্চুরি আসে ৫৭ বলে। তাঁর এই ইনিংস ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সর্বোচ্চ।
ম্যাথুজ আউট হওয়ার আগে ৪১ বলে ৫৯ রান করে আউট হন টেলর। শেষ ৭ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। এই ম্যাচে মোট ৪২৫ রান উঠেছে। মেয়েদের টি ২০ ক্রিকেটে এটা নতুন রেকর্ড। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ছিল রান ছিল ৩৯৭। ২০১৮ সালে ইংল্যান্ড ও ভারতের ম্যাচে এই রান হয়েছিল। মুম্বইয়ের ব্র্যাবোর্নে সে দিন ভারতের তোলা ১৯৮ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড সেটা ছিল সর্বোচ্চ রান তাড়া করে জয়। এদিন সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!