- এই মুহূর্তে দে । শ
- মে ১১, ২০২৩
কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে তদন্ত করবে সিট, নির্দেশ আদালতের

কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা উপেন বিশ্বাস, আইপিএস আধিকারিক দময়ন্তী সেন , প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর নেতৃত্বে পুরো তদন্ত প্রক্রিয়া পরিচালিত হবে। তদারকি করবে উচ্চ আদালত।
বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি মান্থার এজলাসে মামলাটি ওঠে। দুপক্ষের বক্তব্য শোনার পর তিনি বললেন, রাজ্য পুলিশের তদন্তে অনেক গাফিলতি রয়েছে। তাই পুনর্তদন্তের প্রয়োজন। একারণে তিনি সিট গঠন করবার নির্দেশ দেন। পুরো তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়, সেকারণে তিনি রাজ্য পুলিশের একজন কর্তব্যরত আইপিএস আধিকারিক আর দুজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে দায়িত্ব দেন। শুনানি চলাকালে তিনি জানিয়েছেন,সিটের সদস্যরা মামলা চলাকালে বাইরে নিজেদের মত প্রকাশ করবেন না । সেই সঙ্গে হাই কোর্টের নির্দেশ,এ পর্যন্ত যেটুকু অনুসন্ধান হয়েছে, তার পূর্ণাঙ্গ প্রতিবেদন সিটকে দেবে রাজ্য পুলিশ। সমস্ত রকমের সহযোগিতা তদন্তে রাজ্যকে সাহায্য করতে হবে। নিহত ছাত্রীর পরিবারের নিরাপত্তায় যাতে কোনো গাফিলতি না থাকে , তা সুনিশচিত করতে হবে রাজ্য সরকারকে।
একই সঙ্গে, রাজ্য পুলিশের ময়নাতদন্ত নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি মান্থা। তাঁর প্রশ্ন, সাড়ে তিনটের সময় মৃতদেহ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে, ইঙ্কোয়েস্ট কি করে সাড়ে পাঁচ টায় হয়? হাসপাতাল বলছে, সাড়ে পাঁচটায় ময়ন তদন্ত হয়েছে। অথচ দেহ ঘটনাস্থল থেকে সরানোর আগেই ইঙ্কোয়েস্ট হয়ে যাওয়ার কথা। তার পর্যবেক্ষণ সম্পুর্ণ প্রক্রিয়ায় অনেক ত্রুটি রয়েছে। এরপর তিনি বলেন আসল ঘটনাটি ঠিক কী হিয়েছে, তা জনতে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা আবশ্যক। আর সিটকে তা করতে হবে। পরবর্তী শুনানির আগে প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে তাঁদের পেশ করতে হবে।
❤ Support Us