- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৭, ২০২৩
রামনবমীর হিংসার ঘটনার তদন্ত করবে এনআইএ। নির্দেশ হাইকোর্টের

রাম নবমী উপলক্ষে হাওড়া, রিষড়া ডালখোলায় হিংসার ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএকে তদন্তের দায়িত্বভার দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, আগামী দু’সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে সমস্ত নথি এনআইয়ের হাতে তুলে দিতে হবে।
হাওড়ায় রাম নবমীতে অশান্তির ঘটনার পরদিন আদালতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। তাঁর মতে, এমন ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। তাই উচ্চ আদালত এব্যাপারে হস্তক্ষেপ করুক। রাজ্য সরকার পাল্টা প্রতিক্রিয়ায় জানায়, যা হয়েছে তা একান্তই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। এ ব্যাপারে সিবিআই বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার তদন্ত করবার কোনো অধিকার নেই।
দুই পক্ষের বক্তব্য শোনার পর সংঘর্ষ ও অশান্তির ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চায় আদালত। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছিল, রাজ্য সরকারের পক্ষে তদন্ত প্রক্রিয়া চালানো সম্ভব নয়। কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা লাভবান হয়েছে তা জানতে গেলে কেন্দ্রীয় সংস্থার প্রয়োজন। শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার তা কার্যকর করার নির্দেশ দিল আদালত। এনআইএ র পক্ষ থেকে জানান হয়েছে, কাজ শুরু করতে প্রস্তুত। শীঘ্রই তাঁদের তদন্তকারী আধিকারিকরা রাজ্যে আসবেন।
❤ Support Us