Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৭, ২০২৩

রাজভবনে আটকে আচার্য বিল, এবার জনস্বার্থ মামলা আদালতে, শুনানি ১২ জুন

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজভবনে আটকে আচার্য বিল, এবার জনস্বার্থ মামলা আদালতে, শুনানি ১২ জুন

মুখ্যমন্ত্রীকে রাজ্যের সমস্ত সরকারি  বিশ্ববিদ্যালয়ের আচার্য করার জন্য বিধানসভায় বিল পাস হয়েছিল। সে বিল আইনে রূপান্তর করার জন্য রাজ্যপালের সই জরুরী। রাজভবনে পাঠালে এখনো তাতে সই করেননি রাজ্যপাল। এই ঘটনায় এবার জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে।

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ এই মামলা শুনবে। মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্টে। এই জনস্বার্থ মামলার আবেদনপত্র রাজ্যপালের কাছে পাঠাবেন মুখ্যসচিব। মামলার শুনানি আগামী ১২ জুন হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

মন্ত্রিসভায় পাশ হওয়ার পর প্রায় এক বছর ধরে বিলটি রাজভবনেই পড়ে রয়েছে । রাজ্যের পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড় এই বিলে সই করেননি। সেই সময় বিলটি নিয়ে বিস্তর বাক বিতন্ড হয় রাজ্য-রাজ্যপালের মধ্যে। রাজ্যপালের পদ থেকে তাঁর অব্যহতির পর, স্থলাভিষিক্ত হন সিভি আনন্দ বোস। কিন্তু দায়িত্ব নেওয়ার বেশ কিছুদিন অতিক্রান্ত হলেও এখনো সেই বিলে সই করেননি তিনি।

বিল নিয়ে শাসকদলের নেতা ও মন্ত্রীরা একাধিকবার তাদের অবস্থান জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “বিলটি খতিয়ে দেখে রাজ্যপাল সই করুন। নইলে বিলটা ফেরত পাঠান।” মুখ্যমন্ত্রীর সম্প্রতি নবান্ন থেকে এই আচার্য বিল প্রসঙ্গে ব্রাত্য বসুর সুরেই বলেছেন, “এই বিলটি সই না করে আটকে না রেখে রাজ্যপাল ফেরত পাঠান। তাহলে আবার বিধানসভায় বিলটি পাঠিয়ে পাশ করিয়ে নেওয়া যাবে।”  কিন্তু এখনও রাজভবনেই বিলটি আটকে পড়ে আছে। এই আচার্য বিলটি নিয়ে এবাট একটি জনস্বার্থ মামলা দায়ের হল আদালতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!