- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৩১, ২০২৪
এইচসিএল স্কোয়াশ ট্যুরে চ্যাম্পিয়ন লাকসিরি ও আনহাত, উৎসাহ দিলেন সৌরভ ঘোষাল
এইচসিএল স্কোয়াশ ট্যুরে পুরুষদের বিভাগে পিএসএ–স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন শ্রীলঙ্কার রবিন্দু লাকসিরি। ফাইনালে তিনি হারিয়েছেন কুয়োতের আম্মার আলতামিমিকে। অন্যদিকে, মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আনহাত সিং। ফাইনালে তিনি হারিয়েছেন ফিলিপিন্সের জেমিকা আরিবাদোকে।
স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় এইচসিএল গ্রুপ কলকাতা র্যাকেট ক্লাবে এইচসিএল স্কোয়াশ ট্যুর অনুষ্ঠিত হল। ২৬ আগস্ট প্রতিযোগিতা শুরু হয়েছিল। পেশাদার স্তরের প্রতিযোগিতা ছাড়াও দ্বিতীয় জোনাল টুর্নামেন্ট–ইস্টার্ন স্লামের তৃতীয় লেগ অনুষ্ঠিত হয়। ভারত ছাড়াও মিশর, শ্রীলঙ্কা, কুয়েত, বাহরিন, ফিলিপিন্স, ইরানের মোট ৪৮ জন খেলোয়ার প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। পুরুষ বিভাগে শ্রীলঙ্কার রবিন্দু লাকসিরি কুয়েতের আম্মার আলতামিমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে, মহিলাদের বিভাগে ফিলিপিন্সের জেমিকা আরিবাডোকে হারিয়ে ভারতের আনাহাত সিং চ্যাম্পিয়ন হয়েছেন।
ভারতের আনাহাত সিং ছাড়াও রবিন্দু লক্ষিরি, রথিকা সীলান, সুরজ কুমার চাঁদ, রাহুল বৈথার মতো প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। পেশাদার পুরুষ ও মহিলা উভয় বিভাগেই পুরস্কারমূল্য ছিল ৩ হাজার মার্কিন ডলার করে। পিএসএ টুর্নামেন্ট ছাড়াও, ইস্টার্ন স্ল্যামে অনুর্ধ্ব ১১, ১৩, ১৫, ১৭, ১৯ ক্যাটাগরিতে প্রায় ২৫০ জুনিয়র খেলোয়াড় অংশ নিয়েছিল। বয়সভিত্তিক ইস্টার্ন স্ল্যামে মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ব্রিটেন থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছিল।
এদিন ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সেরা স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। তিনি অন্য খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, ‘ভারতে পিএসএ–স্তরের টুর্নামেন্টগুলি আয়োজন করা সবসময়ই একটি বিশেষত্বের বিষয়৷ এই ইভেন্টগুলি শুধুমাত্র পিএসএ ওয়ার্ল্ড সার্কিটে প্রতিযোগিতার মানকে উন্নত করে না বরং এটি একটি সৌভাগ্যের বিষয় হিসাবে কাজ করে৷ সারা দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার জন্য এই ধরণের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’
এইচসিএল–এর ম্যানেজিং ডিরেক্টর রজত চান্দোলিয়া বলেন, ‘এইচসিএল স্কোয়াশ ট্যুর এবং ইস্টার্ন স্ল্যামের মতো প্ল্যাটফর্ম নতুন প্রতিভা তুলে নিয়ে আসতে সাহায্য করে। আমরা খেলোয়াড়দের নতুন উচ্চতায় পৌঁছতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। এইচসিএল ভারতে স্কোয়াশ খেলোয়াড়দের আরও সুযোগ বাড়িয়ে দেবে।’
❤ Support Us