Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৮, ২০২৩

স্বাসকষ্ট বেড়ে শারীরিক অবস্থার অবনতি, আইসিইউ-তে মদন মিত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বাসকষ্ট বেড়ে শারীরিক অবস্থার অবনতি, আইসিইউ-তে মদন মিত্র

এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি। তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হল। বুকে ব্য়থা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। এসএসকেএম হাসপাতাল সূ্ত্রে জানা গেছে,, বৃহস্পতিবার রাতে তৃণমূল বিধায়কের অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট বাড়তে থাকে, তার সঙ্গে সঙ্গে খিঁচুনি শুরু হয়, ওই রাতেই তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

গত ৩ ডিসেম্বর ছিল তৃণমূলের এই জনপ্রিয় নেতা ও বিধায়কের জন্মদিন। ওই দিনটিতে সঙ্গীত পরিচালক ও গায়ক সমীধ মদন মিত্রকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্টও করেছেন। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে মদন মিত্রকে। নানা জেলায় গিয়েছেন। ওইদিন সকালেও বিধানসভায় গিয়েছিলেন মদন মিত্র। সেখানে তাঁকে কাশতে দেখে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তার মধ্যেই ৪ ডিসেম্বর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটির বিধায়ক। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাতে মদন মিত্রের অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে খিঁচুনি শুরু হয়, রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।

এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অতনু পালের অধীনে ভর্তি রয়েছেন মদন মিত্র। পাশাপাশি আরও বেশ কয়েকজন চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণ করছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছিলেন চিকিৎসকরা। সঠিক ভাবে চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে বেশ কয়েকটি পরীক্ষাও ইতিমধ্যে করা হয়েছে মদন মিত্রের।

গত সোমবার সন্ধ্যাবেলা বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। সোমবার বিধানসভায় থাকাকালীন অসুস্থতার সূত্রপাত হয় তৃণমূল বিধায়কের। সেদিন বাড়ি ফেরার পর আরও বেশি অসুস্থ হয়ে পরেন মদন মিত্র। বিকেলের পর থেকে তাঁর বুকে সামান্য ব্যাথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে বলে সূত্রের খবর। ওইদিনই রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা ওই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!