Advertisement
  • এই মুহূর্তে কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
  • ডিসেম্বর ৯, ২০২২

মেডিক্যাল শিক্ষায় পরিকাঠামোর অভাব। দায় এড়িয়ে রাজ্য এবং বেসরকারি উদ্যোগকেই দোষারোপ কেন্দ্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
মেডিক্যাল শিক্ষায় পরিকাঠামোর অভাব। দায় এড়িয়ে রাজ্য এবং বেসরকারি উদ্যোগকেই দোষারোপ কেন্দ্রের

দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী কেন্দ্রের সরকার। সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী কার্যত স্বীকার করে নিলেন, জনসংখ্যার অনুপাতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো পর্যাপ্ত নয়। ২০২০ এবং ২১ সালে কোভিড পরিস্থিতিতেও স্বাস্থ্য পরিকাঠামোর অভাব ছিল দেশে স্পষ্ট।এবার সেদিকেই গুরুত্ব দিতে চায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

বৃহস্পতিবার লোকসভায় এপ্রসঙ্গে উত্থাপিত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, দেশে চিকিৎসকদের ঘাটতি মেটাতে স্নাতক স্তরের মেডিক্যাল শিক্ষায় আসন সংখ্যা ১৪০০০ থেকে বাড়িয়ে ৯৬০০০ করা হয়েছে। স্নাতকোত্তর স্তরেও বেড়ে আসন।তিনি বলেছেন কেন্দ্র সরকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষকের অভাব নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এপ্রসঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসক এবং বেসরকারি উদ্যোগের পরিকাঠামোর অভাবকেই দায়ী করেছেন।  তিনি আরো বলেন পর্যাপ্ত শিক্ষক এবং পরিকাঠামো গড়ার ক্ষমতা না থাকলে,মেডিক্যাল কলেজ গড়ে তলার দায়িত্ব নেওয়া উচিত নয়।মেডিক্যাল শিক্ষায় উদাসীনতাকে আর বরদাস্ত করা হবে না, প্রয়োজনে নেওয়া হবে কঠোর পদক্ষেপ বলে জানিয়েছেন দেশের স্বাস্থ্য মন্ত্রী। 

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর হুঁশিয়ারি প্রসঙ্গে বিশেষজ্ঞ মহলের অভিমত, কেন্দ্র সরকার, চিকিৎসা পরিকাঠামোয় নিজেদের দায় এড়িয়ে রাজ্য এবং বেসরকারি শিক্ষা উদ্যোগের ঘাড়ে দায় চাপাতে চাইছে।  


❤ Support Us
error: Content is protected !!