- এই মুহূর্তে দে । শ
- মে ৭, ২০২৪
পূর্ব থেকে ক্রমশ পশ্চিমমুখী তাপপ্রবাহ। ১৪ মে পর্যন্ত আদ্র আবহাওয়া পূর্ব ভারতে, দক্ষিণবঙ্গে কমল তাপমাত্রা

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানায় কিছু অংশে চলছে তীব্র গরমের দাপট। জম্মু কাশ্মীরের ,লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছুটা কিছু অংশ বাদে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে। এ বার তাপপ্রবাহের মাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়বে বলে আগেই জানিয়েছিল দিল্লির হাওয়া অফিস।
दैनिक मौसम परिचर्चा (07.05.2024)
YouTube : https://t.co/CK5rZOQHuT
Facebook : https://t.co/GI6Dut0PSn#weatherupdate #heatwave #rainfallalert #thunderstorm@moesgoi @DDNewslive @ndmaindia @airnewsalerts pic.twitter.com/C86XuYyHbB— India Meteorological Department (@Indiametdept) May 7, 2024
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ মে পর্যন্ত বাতাসে আর্দ্রভাব, বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাতসহ দমকা বাতাস বইবে পূর্ব ভারত ও দক্ষিনের উপকূলীয় অঞ্চলগুলিতে। তবে রাজস্থান, মধ্য প্রদেশে তাপপ্রবাহ জারি থাকবে শুক্রবার পর্যন্ত।
রাজধানী দিল্লিতেও চলছে তাপপ্রবাহ। সেখানকার তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি । চিকিৎসকেরা বাসিন্দাদের খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। পর্যাপ্ত পরিমাণ জল পান করার নির্দেশ দিয়েছেন তাঁরা। সাবধান হলে এড়ানো যাবে হিট স্ট্রোকের সম্ভাবনা।
রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে আগামীকাল থেকে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে।কেরলে আগামী দু’দিন গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে । গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি গরম ছিল ঝাড়খণ্ডের সরাইকেলায় (৪৫.১ ডিগ্রি সেলসিয়াস)। তার পর ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল অন্ধ্রপ্রদেশের কুর্নুল এবং কর্নাটকের গুলবর্গা এই দুই স্থানে। এদিকে গতকালের কালবৈশাখী আর বৃষ্টির জেরে শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমে গিয়েছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতর সুত্রে।
❤ Support Us