- এই মুহূর্তে বি। দে । শ
- অক্টোবর ৩০, ২০২৪
বিধ্বংসী বৃষ্টিতে বিপর্যস্ত স্পেনের ভ্যালেন্সিয়া ।এপর্যন্ত নিহত ৬২, নিখোঁজ বহু
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত স্পেনের পূর্ব ও দক্ষিন অংশ । ভ্যালেন্সিয়া অঞ্চলে হড়পা বানে এপর্যন্ত নিহত হয়েছেন ৬২ জন । নিখোঁজ বহু । স্থানীয় প্রসাশনের আশঙ্কা, বৃষ্টির ধ্বংসলীলায় বাড়বে প্রাণ এবং সম্পত্তি ক্ষয় । ইতিমধ্যেই স্পেনের পূর্ব ও দক্ষিনের বহু গ্রাম জলের নিচে চলে গেছে ।
স্পেনের আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে চিভা ও ভ্যালেন্সিয়া অঞ্চলে । রেকর্ড বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকে অঞ্চলের নদী স্রোত । বিধ্বংসী জলস্রোতে ভেসে গেছে রেল লাইন, লাইন চ্যুত হয়েছে একটি যাত্রীবাহি ট্রেন, একাধিক যানবাহন ।
Death toll from Valencia storm rises to 62
Storm Dana battered Spain, unleashing record-breaking rainfall and causing widespread chaos. pic.twitter.com/hLXORRFaVp
— RT (@RT_com) October 30, 2024
প্রবল বৃষ্টিপাতের মধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে স্পেন সরকার । ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্বার কাজে নিয়োজিত হয়েছে সেনা । প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের উদ্বারে তল্লাশি শুরু করেছে প্রশাসন । উপদ্রুত এলাকায় হেলিপ্টার এবং ড্রোনের সাহায্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং উদ্ধারের চেষ্টা চলছে ।
❤ Support Us