Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • অক্টোবর ৩০, ২০২৪

বিধ্বংসী বৃষ্টিতে বিপর্যস্ত স্পেনের ভ্যালেন্সিয়া ।এপর্যন্ত নিহত ৬২, নিখোঁজ বহু

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধ্বংসী বৃষ্টিতে বিপর্যস্ত স্পেনের ভ্যালেন্সিয়া ।এপর্যন্ত নিহত ৬২, নিখোঁজ বহু

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত স্পেনের পূর্ব ও দক্ষিন অংশ । ভ্যালেন্সিয়া অঞ্চলে হড়পা বানে এপর্যন্ত নিহত হয়েছেন ৬২ জন । নিখোঁজ বহু । স্থানীয় প্রসাশনের আশঙ্কা, বৃষ্টির ধ্বংসলীলায় বাড়বে প্রাণ এবং সম্পত্তি ক্ষয় । ইতিমধ্যেই স্পেনের পূর্ব ও দক্ষিনের বহু গ্রাম জলের নিচে চলে গেছে ।

স্পেনের আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে চিভা ও ভ্যালেন্সিয়া অঞ্চলে । রেকর্ড বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকে অঞ্চলের নদী স্রোত । বিধ্বংসী জলস্রোতে ভেসে গেছে রেল লাইন, লাইন চ্যুত হয়েছে একটি যাত্রীবাহি ট্রেন, একাধিক যানবাহন ।

প্রবল বৃষ্টিপাতের মধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে স্পেন সরকার । ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্বার কাজে নিয়োজিত হয়েছে সেনা । প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের উদ্বারে তল্লাশি শুরু করেছে প্রশাসন । উপদ্রুত এলাকায় হেলিপ্টার এবং ড্রোনের সাহায্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং উদ্ধারের চেষ্টা চলছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!