- প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ৫, ২০২২
আস্থা ভোটে উত্তীর্ন হেমন্ত!
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আস্থা ভোটে জিতে গেলেন। ব্যর্থ হয়ে গেল বিজেপির সব কৌশল।

চিত্র সংগৃহীত
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আস্থা ভোটে জিতে গেলেন। ব্যর্থ হয়ে গেল বিজেপির সব কৌশল। গেরুয়া খপ্পর থেকে দূরে রাখতে নিজের দল ও সহযোগী বিধায়কদের নিয়ে নোউবিহারে, এক শহর থেকে আরেক শহরে ছুটে গেছেন হেমন্ত। মহারাষ্ট্রের পুনরাবৃত্তি ঘটাতে অসফল বিজেপি বিমর্ষ।
❤ Support Us