Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৮, ২০২৪

পাঁচ মাস পরে জামিনে মুক্ত হেমন্ত সোরেন , রাঁচির উচ্চ আদালতে মঞ্জুর আবেদন

আরম্ভ ওয়েব ডেস্ক
পাঁচ মাস পরে জামিনে মুক্ত হেমন্ত সোরেন , রাঁচির উচ্চ আদালতে মঞ্জুর আবেদন

জামিনে মুক্তি পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । আজ ঝাড়খণ্ডের উচ্চ আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে । বিকেলবেলা রাঁচির বিরসা মুন্ডা জেল থেকে বেরিয়ে এসেছেন তিনি। জমি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তাঁর নাম জড়ায়। চলতি বছরের ৩১ জানুয়ারি ইডির গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করে।গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শিবু-পুত্র ।

গত ১৩ মে রাঁচির বিশেষ আদালত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্তের জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপর তিনি রাঁচির হাইকোর্টে আবেদন করেন। তাঁর মুক্তি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেন , আমি খুবই খুশি হয়েছি। আমি নিশ্চিত যে তিনি অবিলম্বে মানুষের জন্য কাজ শুরু করবেন।

নিজের গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টে আবেদন জানা হেমন্ত সোরেন। যদিও ২২ মে তা প্রত্যাহার করে নেওয়া হয়। সুপ্রিম কোর্টে দুটি মামলা করেছিলেন তিনি। একটি তাঁর গ্রেফতারির বিরুদ্ধে , অন্যটি জামিনের আবেদনের মামলা। সুপ্রিম কোর্টের বিচাপতিরা জানিয়েছেন হেমন্তের আইনজীবীরা তথ্য গোপন করেছেন। তারপরে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রায় পাঁচ মাস পরে মুক্তি পাচ্ছেন তিনি। তবে হেমন্তের জামিনে মুক্তির দিনেও দুশ্চিন্তার চোরাশ্রোত বইছে। ইডি উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে শীর্ষ আদালত ইডির আবেদন মঞ্জুর করলে আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অবরিন্দ কেজরীওয়ালের মতো তাঁরও জামিনে মুক্তি আটকে যেতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!