- এই মুহূর্তে বি। দে । শ
- সেপ্টেম্বর ২১, ২০২৪
লেবাননের বেইরুটে ইজরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহর এক শীর্ষ নেতাসহ ১৪ জন নিহত,৬৬ জন আহত

ইজরায়েলের বিমান হামলায় ইব্রাহিম আলিক নামে হিজবুল্লাহর এক শীর্ষ নেতাসহ ১৪ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। শুক্রবার লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় দুটি ভবনে হামলা চালায় ইজরায়েলি সেনা। লক্ষ্য ছিল হিজবুল্লাহর শীর্ষ নেতা ইব্রাহিম আকিল। হিজবুল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের নিহত হওয়ার খবর স্বীকার করা হয়েছে।
ইজরায়েলি সেনার হামলার সময় একটা ভবনে ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন ইব্রাহিম আকিল। সেই সময়ই ইজরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ইব্রাহিম হিজবুল্লাহর ‘রাদওয়ান বাহিনীর’ শীর্ষ নেতা ছিলেন। লেবানন সীমান্তে ইজরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর যে লড়াই চলছে, সেই লড়াইয়ে রাদওয়ান বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন ইব্রাহিম আকিল। ইজরায়েল সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে আকিল ছাড়া বাকি ১২ জনের মধ্যে ১০ জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার।
হিজবুল্লাহর শীর্ষ নেতা এই ইব্রাহিম আকিলকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাংর মাথার জন্য ৭০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। ১৯৮৩ সালে বেইরুটে মার্কিন দূতাবাসে বোমা হামলার সঙ্গে জড়িত ছিলেন ইব্রাহিম। ওই হামলায় ৬৩ জন নিহত হন। পরে মার্কিন নৌবাহিনীর একটি ব্যারাকেও হামলা চালিয়েছিলেন। সেই হামলায় ৪১ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন। তারপর থেকেই ইব্রাহিমকে খুঁজছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার লেবাননে পেজার বিস্ফোরণে আহত হয়েছিলেন ইব্রাহিম। বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তারপরই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন। সেই সময়ই হামলা চালায় ইজরায়েলি বাহিনী। সোশ্যাল মিডিয়ায় একটা ভবনের গুঁড়িয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকার্য চালাচ্ছেন লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
❤ Support Us