Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২৭, ২০২২

উত্তরপ্রদেশ বিধানসভা, ২০২২। জল্পনা, বিজেপির সঙ্গে গোপন আঁতাতে মায়া!

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশ বিধানসভা, ২০২২। জল্পনা, বিজেপির সঙ্গে গোপন আঁতাতে মায়া!

উত্তরপ্রদেশে একা লড়ছেন মায়াবতী। কিন্তু প্রচারের ময়দানে তাঁকে খুব একটা দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত, তাঁর প্রচারের নিশানা—অখিলেশের সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। কিন্তু বিজেপির সমালোচনায় এখনও নীরব। তার মানে বিজেপির সঙ্গে মায়াবতীর কি কোনো গোপন আঁতাত তৈরি হয়েছে? অস্বাভাবিক নয়।

ইতিমধ্যে দু’দফার প্রার্থী ঘোষণা করেছেন, তাঁর ঘোষিত তালিকায় অনুন্নত শ্রেণীর প্রতিনিধি ছাড়াও মুসলিম প্রার্থীদের সংখ্যা অনেক । এই সংখ্যাধিক্য প্রমাণ করছে ভোট কাটাকাটি করে গেরুয়া শিবিরকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিতে চান মায়াবতী। মুসলিমরা তাঁর খেলাকে কতটা আমল দেবেন বোঝা যাচ্ছে না। কারণ বিজেপিকে হারানোই তাঁদের লক্ষ্য। আপাতত সমাজবাদী পার্টির পাল্লা ভারী, অথএব ওই দিকেই ঝুঁকে আছেন। বিজেপি যেমন হিন্দু মেরুকরণ দাবি করছে, তেমনি সমাজবাদী পার্টিও তার স্বাভাবিক মিত্রদের সঙ্গে নিয়েই বিজেপিকে গোল দিতে চাইছে। বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারবে না। হাওয়া বড্ড প্রতিকূল। এরকম অবস্থায় গোপন মিত্রই তাদের ভরসা। মুসলিম ও অন্যান্য শ্রেণীর ভোটে ভাঙ্গন ধরাতে পারলেই ক্ষমতায় ফিরতে পারে। কিন্তু এটাও এক কঠিন সমস্যা । প্রতিষ্ঠান বিরোধীতা ছাড়াও নানা ইস্যু তাঁদের বিরুদ্ধে সক্রিয়। যোগি শাসনের প্রত্যাবর্তন অধরা হয়ে থাকতে পারে। তাঁর ঔদ্ধত্য আর স্বৈরাচারী শাসনে জনতা বিক্ষুদ্ধ। ক্ষোভের প্রভাব পড়বে ভোটে। মেয়েদের সমর্থন নিয়ে কংগ্রেস কোনও কোনও অঞ্চলে সীমিত ফায়দা তুলবে। তার চাইতে বেশি কংগ্রেস নিজেরাও প্রত্যাশা করে না । এরকম সম্ভাবনা রাজনৈতিক বিশ্লেষকদেরও হিসেবের বাইরে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!