Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ৩০, ২০২৪

ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা । অন্ধ্রপ্রদেশে কলেজ মেয়েদের হস্টেলের স্নানাগারের ভিডিও ভাইরাল।গ্রেফতার এক

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা । অন্ধ্রপ্রদেশে কলেজ মেয়েদের হস্টেলের স্নানাগারের ভিডিও ভাইরাল।গ্রেফতার এক

যখন গোটা দেশ জুড়ে চলছে লিঙ্গবৈষম্যভিত্তিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, যখন একবিংশ শতকে দাঁড়িয়েও মেয়েদের, প্রান্তিক লিঙ্গের মানুষদের আলাদা করে কেড়ে নিতে হচ্ছে রাত দখলের অধিকার, সে মতো অবস্থাতেও প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অংশ থেকে উঠে আসছে বিভিন্ন লিঙ্গবৈষম্যভিত্তিক আগ্রাসনের ছবি, শ্লীলতাহানির ঘটনা, ধর্ষনের ঘটনা।

গতকাল, একটি চাঞ্চল্যকর ভিডিও সমাজমাধ্যম ছড়িয়ে পড়ে( যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আরম্ভ পোর্টাল)। অন্ধ্রপ্রদেশের গুড়িভাড়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের হোস্টেলের স্নানাগারের ভিডিও ফুটেজ ভাইরাল হয়। রাজ্য পুলিশ সূত্রে খবর, এমন প্রায় ৩০০ ভিডিও বিক্রি করা হয়েছে ছেলেদের হস্টেলে। এই খবর সামনে আসার পর সে রাজ্যের পুলিশ একজন চতুর্থ বর্ষের ছাত্রকে গ্রেফতার করেছে। কিন্তু পড়ুয়াদের দাবি, এটির সঙ্গে একাধিক জন যুক্ত। এক্ষেত্রে কলে়জ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। উঠেছে কলেজ পরিসরে নিরাপত্তার প্রশ্ন।

গতকাল রাতে, কলেজের সমস্ত মহিলা পড়ুয়ারা এবং মহিলা হোস্টেল আবাসিকরা কলেজে বিক্ষোভ প্রদর্শন করেন। ওঠে উই ওয়ান্ট জাস্টিস এর শ্লোগান।

ইউ জি সি গাইড লাইন অনুযায়ী, সমস্ত শিক্ষা পরিসরে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেওয়া আছে। এদিকে একের পর এক উঠে আসা ঘটনায় দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই নেই কোনো আই সি সি কাঠামো, নেই কোনো সাইবার সেল। সচেতনতামূলক প্রকল্পের অবস্থাও তথৈবচ। শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রের সামগ্রিক নিরাপত্তা নিয়ে চিন্তিত গোটা দেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!