Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৩, ২০২৪

১৪ আসন! আইএসএফ-এর দাবির রহস্য কী? মেরুকরণের প্রচেষ্টায় ক্রমাগত উস্কানি?

আরম্ভ ওয়েব ডেস্ক
১৪ আসন! আইএসএফ-এর দাবির রহস্য কী? মেরুকরণের প্রচেষ্টায় ক্রমাগত উস্কানি?

বাংলায় ৪২ আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী দিতে চাইছে আইএসএফ। রাজ্যের রাজনীতিতে তাদের আবির্ভাব বেশিদিনের নয়। গত বিধানসভা ভোটের আগে দলটির জন্ম। ভোটে দাঁড়ালেন নওশাদ। ভাঙ্গড় থেকে। পেছনে দাদা ত্বহা সিদ্দিকি, কিছু সংখ্যক নকশালপন্থী আর স্থানীয় জমি আন্দোলনকারীর সমর্থন ছিল। জিতে গেলেন। জিতেই তাঁর মনে হল, অন্যান্য ভোটে বাজিমাত করে দেবেন।বাম কংগ্রেসের সমর্থনে সাগরদিঘিতে জিতলেন তাঁদের মনোনীত প্রার্থী বায়রণ বিশ্বাস। টিঁকলেন না, তাঁকে ছিনিয়ে নিল ক্ষমতার প্রলোভন। এর পরেও নওশাদ বজায় রাখলেন তাঁর প্রাসঙ্গিকতা। বাম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হওয়ার কথা ছিল, এখনো দর কষাকষি চলছে। কংগ্রেস কিংবা বামপন্থীরা নওশাদদের দাবি মানবে না। শেষ পর্যন্ত সমঝোতার সম্ভাবনা ভেস্তে যাবে। ১৪ আসন তাদের বাম কংগ্রেস কোথা থেকে দেবে। সিপিএম এর হাতে ৩৩ আসন।বাকি ৯টা আসন আরএসপি, ফব, সিপিআই চেয়েছে।বসিরহাটে প্রার্থী দিচ্ছে সিপিএম। একসময় লোকসভা আসনটি সিপিআই-এর ছিল।

ফ্রন্টের দ্বিতীয় বড়ো শরিক ফরওয়ার্ড ব্লক। তাদের জেদ রুখবে কে? আইএসএফ ইতিমধ্যে ৮ আসনে প্রার্থী দিয়ে বসেছে। দাবি ১২টি। এই দাবির পেছনে রহস্য আছে। শেষ পর্যন্ত, নাটকীয় কোনো সিদ্ধান্ত নিয়ে চমকে দেবে এবং ভোট কাটাকাটির খেলায় চমকপ্রদ নায়ক হয়ে উঠতে পারে। বিজেপি সব আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। ডায়মন্ড হারবার সহ চার আসনের তালিকা প্রকাশ করেনি । এমন ধোঁয়াটে পরিস্থিতিতে কার নৌকায় পাল তুলবেন পিরজাদা নওশাদ সিদ্দিকি। বাম কংগ্রেস জোট মোটামুটি পাকা।বামফ্রন্ট ৩৩ আসনে লড়বে, কংগ্রেসের গন্তব্যও প্রায় ঠিক হয়ে হয়েছে। কোনো অবস্থায় আইএসএফকে ১৪ আসন তাদের পক্ষে ছেড়ে দেওয়া সম্ভব নয়। এতগুলি কেন্দ্রে লড়াই করার মতো তাদের সমর্থনের ভিত কোথায়? যা খুব চমৎকার ভাবে করতে পারবে, তা হল ভোট কাটাকাটির দৌড় আর সাম্প্রদায়িক মেরুকরণের অপ্রতিহত প্রচেষ্টাকে জাগিয়ে রাখা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!