Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১, ২০২৪

১৬ এপ্রিল আবার শুনানি নিয়োগ দুর্নীতি মামলায়।আরও কিছু বেহিসেবি সম্পত্তির হদিশ মিলেছে পার্থর, আদালতে জানাল ইডি

আরম্ভ ওয়েব ডেস্ক
১৬ এপ্রিল আবার শুনানি নিয়োগ দুর্নীতি মামলায়।আরও কিছু বেহিসেবি সম্পত্তির হদিশ মিলেছে পার্থর, আদালতে জানাল ইডি

জেলে আটক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থর দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট আরো কিছু সম্পত্তির হদিস মিলেছে। তদন্ত চলছে। সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি । বিচারপতি জানতে চেয়েছিলেন, পার্থবাবুকে জেলেবন্দী রাখার আর কোনো প্রয়োজন আছে কি ? যে সব মামলায় পার্থর নাম নেই, সেগুলো কী পর্যায়ে আছে। তখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবি বলেন, আরো কিছু সম্পত্তির সন্ধান মিলেছে।নিয়ম মাফিক তদন্ত চলছে।

সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে রায় ঘোষণার কথা ছিল । এদিন আদালতের তরফে বলা হয়, শানানির কাজ এখনো চলছে।এই মামলায় পরবর্তী শুনানির দিন ১৬ এপ্রিল।বিচারপতি ঘোষ বলেছেন, নিয়োগদুর্নীতি নিয়ে তদন্ত প্রাথমিক পর্যায় অতিক্রম করেছে। দেড় বছরের বেশি সময় অতিবাহিত। এখন তদন্তকারী সংস্থার অবস্থান কী, স্পষ্ট হওয়া দরকার।

নিজের আইনজীবির মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, অর্পিতা চট্টোপাধ্যায় বাজেয়াপ্ত টাকার দায় আমার কাঁধে চাপাতে চাইছেন।নিষ্কৃতি চাইছেন নিজের।বিচারপতি ঘটনা ও তথ্য বিশ্লেষণ করে পার্থবাবুর অজুহাতের উত্তরে বলেছেন, অর্পিতার এত বিপুল সম্পত্তি উপার্জনের ক্ষমতা থাকলে আদালত পার্থ চট্টোপাধ্যায়ের সাফাই বিবেচনা করত। তবে ইডি এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট আর কোন সম্পত্তির হদিশ পেয়েছে তা জানা যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!