Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১২, ২০২৩

বিহারে ট্রেন দুর্ঘটনা, কমপক্ষে মৃত ৪, আহত বহু মানুষ, রাত জেগে থেকে পরিস্থিতির ওপর নজর রাখলেন রেলমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
বিহারে ট্রেন দুর্ঘটনা, কমপক্ষে মৃত ৪, আহত বহু মানুষ, রাত জেগে থেকে পরিস্থিতির ওপর নজর রাখলেন রেলমন্ত্রী

ঠিক যেন ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি ফিরে এল! এবার বিহারের বক্সারে লাইনচ্যুত হল ট্রেন। বুধবার রাতে ৯.৩৫ মিনিটে দিল্লি থেকে কামাখ্যাগামী  নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে ধান খেতের মধ্যে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে চার জনের। আহত একশোর কাছাকাছি। যদিও রেলের তরফ থেকে হতাহতের সংখ্যা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১২৫০৬ নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়েছিল। ট্রেনটির গন্তব্য ছিল কামাখ্যা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। তার পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছন রেল আধিকারিকরা, আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনার পরেই রেলের তরফে কিছু হেল্পলাইন চালু করা হয়।

দুর্ঘটনার পর গত রাতেই  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন। তিনি জানান, “এই অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।” তিনি আরও বলেন, সব বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের শীঘ্রই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।

এর পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি জানান, আহতদের চিকিৎসা হবে পাটনা এইমসে। দুর্ঘটনার বিষয়ে রাজ্যের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরির কাছ থেকে খবর নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, “ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে।”

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর দেখা গিয়েছিল সারাদিন দুর্ঘটনাস্থলেই ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকালও বিহারের রঘুনাথপুরে নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার পরও সারা রাত জেগে থেকে পরিস্থিতির ওপর নজর রাখলেন রেলমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মৃত যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন রেলমন্ত্রী। এদিকে এই দুর্ঘটনার আসল কারণ বের করা হবে বলেও প্রতিশ্রুতি দেন রেলমন্ত্রী। পরে রাত ১টা নাগাদ রেলমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, শীঘ্রই উদ্ধারকাজ শেষ হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!