- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৭, ২০২৫
সুপ্রিম পর্যবেক্ষণ, খেলাধূলা সংক্রান্ত মামলা থেকে দূরে থাকুক আদালত
ক্রিকেটসহ খেলাধুলা সংক্রান্ত মামলা থেকে আদালতের দূরে সরে থাকার সময় এসেছে। এমনই মনে করছে দেশের শীর্ষ আদালত। জব্বলপুর বিভাগকে একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন করা সম্পর্কিত এক মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ একথা জানিয়েছে। পাশাপাশি বেঞ্চ আরও জানিয়েছে, ক্রিকেটে খেলাধূলা বলে কিছু অবশিষ্ট নেই। পুরোপুরিই ব্যবসা।
জব্বলপুর বিভাগকে ক্রিকেট অ্যাসোসিয়েশন করা সংক্রান্ত মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চের পর্যবেক্ষণ, ‘ক্রিকেটের ক্ষেত্রে এখন খেলাধুলার মতো আর কিছুই নেই। এটা একটা বাস্তবতা। পুরোপুরি ব্যবসাতে পরিণত হয়েছে। আজ আমরা ক্রিকেট খেলছি। এর সঙ্গে তিন–চারটি বিষয় জড়িত। একটা মামলা ইতিমধ্যেই পেশ করা হয়েছে। এটা দ্বিতীয় মামলা। আরও দুটি আছে।’ বিচারপতি বিক্রম নাছ বিভিন্ন পক্ষের আইনজীবীদের জিজ্ঞেস করেন, ‘আজ আপনি কতগুলি টেস্ট ম্যাচ খেলতে চান?’
আবেদনকারীর আইনজীবী বলেন, দেশ ক্রিকেটের প্রতি আচ্ছন্ন। বিচারপতি বিক্রম নাথ তার জবাবে পাল্টা বলেন, ‘আমি মনে করি ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলের ক্ষেত্রে আদালতের হাত বন্ধ রাখার সময় এসেছে।’ আবেদনকারীর আইনজীবী বলেন, ‘কিছু উদ্বেগের কারণে এই বিষয়গুলি শীর্ষ আদালতের সামনে আসছে। বিষয়টি হল, এই সমস্ত বিষয়ে ঝুঁকি অনেক বেশি হয়ে গেছে। যে কোনও খেলা, যা বাণিজ্যিকীকরণ হয়ে গেছে, তাতে এই ধরণের ঘটনা অবশ্যই ঘটবে।’
সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ আবেদন গ্রহণের ব্যাপারে অনীহার কথা জানায়। তখন আবেদনকারীর আইনজীবী বেঞ্চের কাছে আর্জি জানান, তাঁকে আবেদন প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। এরপরই বেঞ্চ আবেদন প্রত্যাহারের অনুমতি দেয়।
❤ Support Us







