- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২৩
“আমাদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করবেন না,” হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্দারামাইয়াকে সমর্থন মুসকানের
মুসকানকে নিশ্চই মনে আছে, হিজাব পরিহিত সেই মেয়েটি। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, মান্ডিয়ার একটি কলেজে একদল ছেলে ওই মুস্কান নামের মেয়েটিকে নিগ্রহ করছে। এবার হিজাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন সেই মুসকান।
২৩ ডিসেম্বর একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় মুসকান বলেছেন, রাজ্যের পূর্বতন বিজেপি সরকার হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করার পরে তিনি কলেজে পড়া চেয়ে দিয়েছিলেন। মুসকান বলেন, “আমি পরীক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম , অন্য কোর্স করছিলাম। এখন, আমি আবার পরীক্ষা দেব এবং আমার পুরনো কলেজে আবার পড়াশুনা শুরু করব।”
হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিজেপির বিরোধীতার প্রতিক্রিয়ায় মুসকান বলেন, “দয়া করে আমাদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করবেন না।”
প্রায় দুই বছর আগে বিজেপি শাসনকালে হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মেয়ে পড়ালেখা বন্ধ করে দিয়েছিল। মুসকান পড়াশুনা ছেড়ে দেওয়া সেই সব মেয়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি আমার সমস্ত বোনদেরকে অনুরোধ করছি, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, তারা আবার পরীক্ষা দিন, কারণ, শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।”
হিজাব তার অধিকার বলে দাবি করে মুসকান বলেন যে তিনি আবার তাঁর কলেজে ফিরে যেতে চান এবং “ভাই এবং বোনদের” মতো অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাথে পড়াশোনা করতে চান।
মুসকান আরও বলেন, “আমরা আগেও হিজাব পরতাম। আমরা আশা করেছিলাম যে আমরা আবারও একদিন হিজাব পরার অধিকার ফিরে পাব। আমাদের প্রার্থনার সদুত্তর দেওয়া হয়েছে এবং আমি সরকারের এই পদক্ষেপের জন্য খুশি।” মুসকান বলেন, সব ধর্মই মানুষকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। সব ধর্মই অন্য মানুষের প্রতি ভালোবাসার কথা প্রচার করে।
❤ Support Us