Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২৪

ভয়াবহ ডাকাতির ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে কালনার গ্রামে, সন্ধ্যা নামতেই দরজায় খিল

আরম্ভ ওয়েব ডেস্ক
ভয়াবহ ডাকাতির ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে কালনার গ্রামে, সন্ধ্যা নামতেই দরজায় খিল

দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর আতঙ্ক গ্রাস করেছে কালনার হিজুলি গ্রামে। রোজ সন্ধ্যা নামতেই দরজা-জানালা বন্ধ করে দিচ্ছেন অনেকেই। বুধবার সন্ধ্যায় গ্রামের বাসিন্দা সুভাষ ধরের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনার হাড়হিম বিবরণ এলাকার মানুষজনের মুখে মুখে ফিরছে। ডাকাত দল রেয়াত করেনি বাড়ির শিশুকন্যাটিকেও। শিশুকন্যার কান্নার আওয়াজ থামাতে তাকে কেটে ফেলার হুমকি দিয়ে ওই একরত্তি শিশুকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেইসঙ্গে এলাকার কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার-সহ ১৫ জনের মাথায় ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মাথা নিচু করে বসিয়ে রেখে সোনার অলঙ্কার-সহ কয়েক হাজার টাকার লুটপাট ও রীতিমত তাণ্ডব চালায় ৪ জনের দুষ্কৃতী দলটি। সেই রাতের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের। দু’চোখের পাতা এক করতে পারছেন না অনেকেই। তাই সন্ধ্যা নামতেই বাড়ির সদর দরজা বন্ধ করে দিচ্ছেন অনেকেই। এলাকায় পুলিশি টহলদারি বাড়ানোর দাবি তুলছেন বাসিন্দারা। স্থানীয় কল্যাণপুর পঞ্চায়েতের হিজুলি দক্ষিণপাড়া এলাকায় দুঃসাহসিক এই ডাকাতির ঘটনার কাহিনী শুনে আতঙ্কিত স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ মালিকও। বিশ্বনাথবাবুর অভিজ্ঞতা, ‘আমার ৫৬ বছর বয়স হল। এই এলাকায় এই ধরনের ঘটনা আগে ঘটেনি। এই প্রথমবার ঘটল। এখানে প্রায় দেড়শ পরিবারঞঞঞঞঙঙ। এই ঘটনার পর থেকে আমরা পাড়ার লোকজন ঠিকমত রাতে ঘুমোতেও পারছি না।’ এখানকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী। সারাদিন পরিশ্রমের শেষে রাতপাহারা দেওয়ার মত আর ধৈর্যও থাকে না। কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরী জানান, ‘বিভিন্ন এলাকার মত ওই এলাকাতেও পুলিশি টহলদারি জোরদার করা হয়েছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!