- এই মুহূর্তে দে । শ
- জুন ১, ২০২৪
ভোট উৎসবে দেশের উচ্চতম ভোট কেন্দ্র তাশিগাং সাজলো ফুলের সাজে

বিশ্বের ব্ৃহত্তম গণতন্ত্রের ব্ৃহত্তম উৎসবের আজ শেষ দিন। আসমুদ্রহিমাচলের মানুষ প্রতি পাচ বছরের অপেক্ষা থাকে এই দিনগুলির জন্য। সমতল থেকে পাহাড়, নদী থেকে সমুদ্র, তখন একযোগে উৎসবের গান গাইতে থাকে। যেমন গাইছে তাশিগাং। ভারতের উচ্চতম ভোট কেন্দ্র এই অঞ্চলেই অবস্থিত। ভোটকে কেন্দ্র করে সাজো সাজো রব এই দুর্গম পাহাড়ি গ্রামে।
১৫,২৫৬ ফুট উচ্চতায় অবস্থিত তাশিগাং মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির টিকিটে দাঁড়ানো, হিমাচলের ভুমিকন্যা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়ত বনাম কংগ্রেসের বিক্রমাদিত্য সিং । চিন সিমান্তে অবস্থিত গ্রামটি এবারের হিমাচলের স্পর্শকাতর বুথগুলির মধ্যে একটি। ১৬৮ জন পুলিশ এবং আধা সামরিক বাহিনীর কর্মীরা পাহারা দিচ্ছেন। মোট ভোটার সংখ্যা ৬২। এই বুথের পোলিং অফিসার প্রেম লাল।কাগজপত্র, ইভিএম মেশিন সহ অন্য জিনিসপত্র ও সহকর্মীদের নিয়ে বৃহস্পতিবার শুরু করেছিলেন যাত্রা। যতই অগ্রসর হয়েছেন, ততই অনুভব করেছেন স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন কষ্টসহিষ্ণুতাকে উপলব্ধি করেছেন। সহকারি রিটার্নিং অফিসার রাহুল জৈন বলেন, তাশিগাং পোলিং স্টেশন বিশ্বের উচ্চতম বুথ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় এই বুথ তৈরি হয়। সেবার ওই বুথে ভোট পড়েছিল ১০০ শতাংশ ।
সমতলের মানুষ তো আর চট করে চোখে পড়েনা।তাই হলুদ রঙের বুথ ভবনটি ফুলের মালায়, বেলুনে সাজানো হয়েছে। উৎসবের মেজাজ। শুরু হয়েছে ভোটও।বাসিন্দাদের এবারের দাবি চাকরির । কারণ রুক্ষ আবহাওয়ার জন্য চাষাবাদ সেরকম হয়না। এছাড়া জল, রাস্তাঘাট এসব তো আছেই। হিমালয় পর্বতের কোলের গ্রামটির নৈসর্গিক প্রকৃতি মুগ্ধ করে পর্যটককে। কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা রোজকার যুদ্ধ, বেঁচে থাকার প্রাণপণ আকুতি ,একমাত্র চোখে পড়ে এলাকার বাসিন্দাদেরই।
Bilaspur, Himachal Pradesh: An elderly woman arrives at the polling station to cast her vote, sitting in a palanquin in the village of Naina Devi pic.twitter.com/Ll1AhpNjNc
— IANS (@ians_india) June 1, 2024
কাংড়া, হামিরপুর, মান্ডি এবং শিমলা- হিমাচল প্রদেশের এই কটি কেন্দ্রে আজ ভোট। । দুপুর একটার পর আপাতত ভোটদানের হার ৪৮.৬৩%। ঝাড়খণ্ড রয়েছে দ্বিতীয় স্থানে (৪৬.৮০%) নিয়ে। মান্ডিই এগিয়ে সবচেয়ে। ভোটের হার ৫০.৪৪%।দ্বিতীয় স্থানে আছে সিমলা, ভোটের হার ৪৯.৫৩%। ভোটদান নিয়ে হিমাচল প্রদেশের মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। ইতিমধ্যে দেখা গেছে দুটি দৃশ্য। ভারতের মতো দেশের মানুষ যে কতখানি রাজনীতি সচেতন, তার উৎকৃষ্ট নিদর্শন হলেন বিমলা দেবী।
Bilaspur, Himachal Pradesh: An elderly 72-year-old woman, Vimla Devi, arrived at the polling station to cast her vote despite being on an oxygen cylinder pic.twitter.com/QCy5LNgDS6
— IANS (@ians_india) June 1, 2024
বাহাত্তর বছর বয়সী এই বৃদ্ধাকে অসুস্থতা হার মানাতে পারেনি। বিলাসপুর কেন্দ্রের একটি বুথে নিজের নির্বাচনী অধিকার প্রয়োগ করার জন্য ছুটে এসেছেন, নাকে অক্সিজেনের নলসহ। বহু মানুষ যারা ভোট দেওয়ার ক্ষেত্রে আলস্য প্রকাশ করেন, উনি নিশ্চয়ই তাঁদের কাছে উদাহরণ হওয়ার দাবি রাখেন। দ্বিতীয় ছবি অবশ্য বেশ অন্যরকম। বিলাসপুরেই নয়না দেবীর একটি বুথে একজন বয়স্ক মহিলা ভোট দিত এলেন পালকি চড়ে। এইরকম আরও বহু দৃশ্যের সাক্ষী থাকলো অষ্টাদশ লোকসভা নির্বাচন। সারাদিনের নানা অশান্তির খবরের শেষে এই দৃশ্যগুলি নতুন করে বেঁচে থাকার সাহস যোগায় বৈকি।
❤ Support Us