- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৯, ২০২২
অসম-মেঘালয়ের ‘সীমান্ত’ সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক হিমন্তের । গরহাজির আমসু।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম-মেঘালয়ের সীমান্ত সমস্যা নিয়ে সব দলের নেতা ও ছাত্র সংগঠনের কর্মীদের সঙ্গে বৈঠক করলেন। বিষয়টি নিয়ে প্রতিবেশী দুই রাজ্যের সরকারের গূহীত পদক্ষেপ রাজনীতিকদের জানালেন। তাদের মতামতও জানতে চাইলেন ।
আজ গুয়াহাটির কৈনাধারায় দুটি পৃথক বৈঠকে তিনি কথা বলেছেন কংগ্রেস, সিপিআই(এম), বিজেপি, এজিপি, এআইইউডিএফ, বিপিএফ, ইউপিপিএল এবং ছাত্র সংগঠন আসু, আবসু, আরসু, আজসু ও জিএসইউ- এর সঙ্গে । আমসুর কোনো নেতাকে বৈঠকে দেখা যায় নি । আমসু কেন গরহাজির, তা অজ্ঞাত ।
আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেছেন আসাম ও মেঘালয়ের সীমান্ত বিরোধ বহু পুরনো সমস্যা । এটি খতিয়ে দেখতে দুই রাজ্যের প্রতিনিধিদের নিয়ে তিনটি আঞ্চলিক কমিটি গঠিত হয় । তাদের সুপারিশ এবং দুই মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনার ভিত্তিতে, দুই রাজ্যের ছয় এলাকায় সীমান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির জন্য একটি রোডম্যাপ তৈরি হয়েছে।এদিনের বৈঠকে বিধানসভার বিরোধী দল নেতা দেবব্রত শইকিয়া, সিপিআই (এম) বিধায়ক মনোরঞ্জন তালুকদার, এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম, বিপিএফ বিধায়ক দুর্গা দাস বোড়ো, এজিপি বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা, বিজেপি নেতা জয়ন্ত দাস তাঁদের মতামত জানিয়েছেন।
❤ Support Us