- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১১, ২০২২
উত্তরখণ্ডে ভোটপ্রচারের সভায় হিমন্ত বিশ্ব শৰ্মা: মেয়েরা হিজাব পরলে আমার আপত্তি নেই, কিন্তু স্কুল-কলেজ ফ্যাশন শো-র জায়গা নয়।

ভোটপ্রচারে শুক্রবার উত্তরাখণ্ডে গেলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা। শনিবার দেরাদুনে বিজেপি প্রার্থীর হয়ে ঘরে ঘরে প্রচার করবেন । আজ এক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করে কংগ্রেসকে কটাক্ষ করে বললেন, কমগ্রেস মুসলমানদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে আসছে । মুসলমানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, তা ওঁরা চান না। আমরা চাই মুসলিম সমাজ শিক্ষা-দীক্ষায় এগিয়ে আসুক । ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক । এজন্যই অসমে সরকারি খরচে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে । কৰ্ণাটকের হিজাব বিতর্ক সম্পর্কে হিমন্ত বলেছেন, ‘হিজাব পরা নিয়ে আমার কোনো আপত্তি নেই । কিন্তু কেউ যদি স্কুল-কলেজ হিজাব পরে আসে তাহলে অন্য ধর্মাবলম্বী ছাত্ররাও ধর্মীয় পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চাইবে । স্কুল-কলেজ পঠন-পাঠনের জায়গা, ফ্যাশন শো-র নয়। সবার মনে রাখতে হবে, মুসলিম মেয়েদের শিক্ষার অধিকার আছে । কিন্তু স্কুল কলেজে ইউনিফর্ম পরে এলে সমতা থাকে ।
দিন কয়েক আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার টুইটে লিখেছিলেন, ‘কর্ণাটকের মেয়েদের নিজের ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা রয়েছে। বিকিনি, জিন্স, হিজাব যা কিছু তাঁরা পরতেই পারে।’ প্রিয়াঙ্কার ওই মন্তব্য বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও কর্ণাটকের চিকমাগালুরের বিধায়ক সিটি রবি কটাক্ষ করে বলেছেন— ‘প্রিয়াঙ্কা দিদি ইউনিফর্ম না বিকিনি, কোনটা পরে স্কুলে গিয়েছিলেন? তা জানতে চাই। ‘ বিজেপি নেতার এই মন্তব্যের নিন্দায় সরব হয়ে উঠেছেন বিরোধীরা । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত সতর্ক হয়ে হিজাব প্রসঙ্গ এনেছেন । এটা তাঁর রাজনৈতিক কৌশল। দ্বিতীয়ত, সামাজিক অবস্থানও হতে পারে।
❤ Support Us