- দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৩
“তথ্য লুকিয়েছে সেবি”, সুপ্রিম কোর্টে দাবি মামলাকারীর। নয়া মোড় আদানিকাণ্ডে

গত জানুয়ারিতে আদানি গোষ্ঠীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছিল মার্কিন শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। এরপর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে আদানি গোষ্ঠীর নাম। এই মামলা শেষ পর্যন্ত গড়িয়েছে সুপ্রিমো কোর্ট পর্যন্ত। এই অরিস্থিতিতে শীর্ষ আদালতে এবার আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দায়ের করা আবেদনকারী অভিযোগ করলেন, সেবি আদানি গোষ্ঠী সম্পর্কে সুপ্রিম কোর্ট -এর কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে।
এই মামলাকারী সম্প্রতি আদানি গোষ্ঠীর শেয়ারের দামের হেরফের সংক্রান্ত একটি মামলায় হলফনামা পেশ করেছে সুপ্রিম কোর্টে। সেই হলফনামায় দাবি করা হয়েছে, সেবি এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য শীর্ষ আদালতের কাছে গোপন করেছে। শুধু তাই নয়, আবেদনকারীর আরও দাবি, ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের থেকে আদানি সংক্রান্ত তথ্য পাওয়ার পরও কোনও পদক্ষেপ গ্রহণ না করে নীরব ছিল সেবি।
এর আগে গত ২৫ অগস্ট সেবির তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, আদানি কাণ্ডে যে ২৪টি বিষয় নিয়ে তারা তদন্ত করছিল, তার মধ্যে ২২টির তদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে তারা আরও জানায়, যে বিদেশি সংস্থাগুলি আদানি গোষ্ঠীর শেয়ারে বিনিয়োগ করেছিল এবং যার জেরে এই শেয়ারের দাম হেরফেরের অভিযোগ ওঠে, সেই সংস্থাগুলির সম্পর্কে তথ্যের জন্য অপেক্ষা করছে তারা। সংশ্লিষ্ট দেশগুলির কাছে এই তথ্য পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
এদিকে সুপ্রিম কোর্ট হলফনামায় মামলাকারী অনামিকা জয়সওয়ল দাবি করেন, গত ২০১৪ সালে তৎকালীন সেবি চেয়ারপার্সনের কাছে আদানিকে নিয়ে একটি চিঠি পাঠিয়েছিল ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। সেই চিঠিতেই সেবিকে সতর্ক করা হয়েছিল যে আদানি হয়ত বেআইনি ভাবে তাদের শেয়ার দর হেরফের করছে। বেশ কিছু সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বেশি খরচ দেখিয়ে সেই টাকা দিয়েই শেয়ারের দামে হেরফের করা হচ্ছিল বলে নাকি লেখা ছিল ওই চিঠিতে। কিন্তু সেবী এই নিয়ে কোনও সাড়াশব্দ করেনি।
এদিকে মুম্বইতে “ইন্ডিয়া” জোটের বৈঠকের আগের দিন এবং দ্বিতীয় বৈঠকের শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধি অভিযোগ করে বলেছিলেন,”সেবি-র যে করতে গৌতম আদানীকে ক্লিনচিট দিয়েছেন তিনি এখন আদানি গোষ্ঠীর একটি সংবাদ মাধ্যমের ডিরেক্টর পদে কর্মরত, তাই বোঝা যাচ্ছে আদানীকে কে বা করা আড়াল করছে।” এই অভিযোগের পরেই রাহুল মোদি-আদানি আঁতাঁতের অভিযোগ তোলেন।
❤ Support Us