- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১২, ২০২২
মহিলা ক্রিকেট দেখতে মাঠে ৪৭ হাজার দর্শক।নজির গড়লো নভি মুম্বই

মহিলাদের ক্রিকেটে টিকিট নিঃশেষিত! গোটা স্টেডিয়াম ভর্তি! তাও আবার দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচে! না, ক্রিকেট ইতিহাসে আগে কখনও এই রকম ঘটনার স্বাক্ষী থাকেনি ক্রিকেট বিশ্ব। নজির গড়ল ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে। নাটকীয় সুপার ওভারে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। চলতি বছরে অস্ট্রেলিয়ার টি২০ ক্রিকেটে এটাই প্রথম পরাজয়।
২০২১ সালের পর এই প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলেছে ভারত। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লখনউ-তে ফাঁকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজে মুম্বইয়ে অবশ্য দর্শকদের অবশ্য অবারিত দ্বার। দর্শকরা যাতে বেশি মাঠে আসে, তার জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ম্যাচে ২৫ হাজারের বেশি দর্শক সমাগম হয়েছিল। রবিবার দ্বিতীয় ম্যাচে প্রায় ৪৭ হাজার দর্শক মাঠে উপস্থিত ছিল।
২০১৭ সালে মহিলাদের বিশ্বকাপ ফাইনালেও এত দর্শক মাঠে হাজির হয়নি। লর্ডসে ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সেই ম্যাচে ২৪ হাজার দর্শক খেলা উপভোগ করেছিলেন। মহিলাদের ক্রিকেটে সব থেকে বেশি দর্শক হয়েছিল ২০২০ সালের টি২০ বিশ্বকাপে মেলবোর্নে সেই বিশ্বকাপের ফাইনালে মাঠে হাজির ছিল ৮৬ হাজারের বেশি দর্শক। ভারতের মাঠে সবথেকে বেশি দর্শক হাজির হওয়ার রেকর্ড রয়েছে ১৯৯৭ সালে মহিলাদের বিশ্বকাপ ফাইনালে। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে হাজির ছিল প্রায় ৮০ হাজার দর্শক। সোমবার ভারত-অস্ট্রেলিয়া দ্বিপ্রেক্ষিক সিরিজে মুম্বইয়ের নভি মুম্বই স্টেডিয়ামে দর্শক সংখ্যা অবশ্য নজির গড়েছে এর থেকেই বোঝা যায় মহিলাদের ক্রিকেট আগের তুলনায় অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। যা মহিলাদের ক্রিকেটকে অনুপ্রাণিত করবে।
এই ম্যাচে অবশ্য দারুন জয় দেখতে পেলেন ভারতীয় দর্শকরা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মহিলা দলকে সুপার ওভারে পরাস্ত করে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। স্মৃতি মান্ধানার সঙ্গে দুরন্ত ব্যাটিং করলেন বাংলার রিচা ঘোষ। চলতি বছরে এই প্রথম কোনও ম্যাচ হারল অস্ট্রেলিয়ার মহিলা দল। নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ১৮৭ তোলে অস্ট্রেলিয়ার মহিলা দল।ভারত ৫ উইকেট হারিয়ে তোলে ১৮৭। স্মৃতি মান্ধানা ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৭৯ রান করেন। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে শেফালি ভার্মা করেন ২৩ বলে ৩৪ষ শিলিগুড়ির রিচা তিনটি ছয় মেরে ১৩ বলে ২৬ এবং দেবিকা ৫ বল ১১ রানে অপরাজিত থাকেন।
শেষ ২ ওভারে ভারতের দরকার ছিল ১৮। যদিও ১৯তম ওভারে দুরন্ত বোলিং করে মাত্র চার রান দিয়ে একটি উইকেট তুলে নেন হিদার গ্রাহাম। ফলে শেষ ওভারে ভারতের জয়ের সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১৪ রান তুলতে হবে। দেবিকা বৈদ্য ও রিচা ঘোষ অবশ্য এই ওভারে ১৩-র বেশি তুলতে পারেননি। শেষ বলে জিততে ৫ রান প্রয়োজন ছিল। বৈদ্য চার মেরে ম্যাচ টাই করে সুপার ওভারে নিয়ে যান।
সুপার ওভারে রিচা গ্রাহামের প্রথম বলে ছক্কা মারার পর দ্বিতীয় বলে আউট হয়ে যান। তৃতীয় হরমনপ্রীত কৌর এক রান নিয়ে স্ট্রাইক দেন স্মৃতিকে। স্মৃতি চতুর্থ বলে চার, পঞ্চম বলে ছয় মারার পর শেষ বলে তিন রান নেন। ভারত ১ ওভারে ১ উইকেটে তোলে। অস্ট্রেলিয়ার গার্ডনারকে তৃতীয় বলে আউট করেন রেণুকা সিং। তাঁর দুরন্ত বোলিংয়ের সৌজন্যে অস্ট্রেলিয়া প্রথম চার বলে ৬ রানের বেশি তুলতে পারেনি। হিলি শেষ দুই বলে চার, ছক্কা হাঁকিয়েও ভারতের সিরিজে সমতা ফেরানো আটকাতে পারেননি। ২০২১ সালের পর চলতি বছরেও অস্ট্রেলিয়া মহিলা দলের বিজয়রথ থামাল ভারতই।
❤ Support Us