শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
উইল তৈরির আগে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর সম্পত্তির অধিকারী হবেন মেয়ে। পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় মেয়ের অগ্রাধিকার বেশি থাকবে, মাদ্রাজ হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে আবেদনের প্রেক্ষিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ । দুই বিচারপতি জানিয়েছেন, ইচ্ছাপত্র করার আগে কোনও হিন্দু পুরুষের মৃত্যুর পর তাঁর সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হবে । মৃত বাবার স্থাবর-অস্থাবর, অর্জিত এবং উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সব সম্পত্তির অধিকারী হবেন মেয়ে ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34