- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৯, ২০২৩
থাইল্যান্ডকে ১৭–০ ব্যবধানে উড়িয়ে পুরুষদের জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

পুল ‘এ’–র ম্যাচে থাইল্যান্ডকে ১৭–০ ব্যবধানে উড়িয়ে পুরুষদের জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়ন ভারত। একই সঙ্গে ২০২৩ জুনিয়র হকি বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে। এবছর ৫–১৬ ডিসেম্বরে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে পুরুষদের জুনিয়র বিশ্বকাপ।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে ভারতীয় দল। কিন্তু শুরুর দিকে গোল তুলে নিতে পারেনি। থাইল্যান্ডও প্রতিআক্রমণে উঠে আসার চেষ্টা করছিল। অবশেষে প্রথম কোয়ার্টারের শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে অঙ্গদ বীর সিং গোল করে ভারতকে এগিয়ে দেয়। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে যোগেম্বর রাওয়াত ব্যবধান বাড়ান। ২৪ মিনিটে উত্তম সিং ৩–০ করেন। কয়েক মিনিট পর আমনদীপ লাকড়া পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল করেন। বিরতির ঠিক আগের মুহূর্তে আবার পেনাল্টি কর্ণার থেকে ৫–০ করেন আমনদীপ লাকড়া।
বিরতির পর গোলের বন্যা অব্যাহত থাকে ভারতের। ৩১ মিনিটে আবার গোল করেন উত্তম সিং। ২ মিনিট পরেই অঙ্গদ বীর সিং ৭–০ করেন। এরপর স্কোরশিটে নাম তোলেন আরাইজিত সিং হুন্দাল, বিষ্ণুকান্ত সিং, ববি সিং ধামি। শেষ কোয়ার্টারে শারদা নন্দ তিওয়ারি, আমনদীপ, অঙ্গদ, রোহিত, সুনীতি লাকড়া, রাজিন্দর সিং পরপর গোল করে ভারতকে ১৭–০ ব্যবধানে জেতান।
❤ Support Us