- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৪, ২০২৩
হকি বিশ্বকাপে স্পেনকে হারিয়ে অভিযান শুরু করল ভারত

১৯৭৫ সালে শেষবার হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর থেকে আর সাফল্য আসেনি। দীর্ঘ ৪৮ বছরের খরা কাটাতে মরিয়া হরমনপ্রীতরা। শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে ২–০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। ভারতের হয়ে গোল দুটি করেন অমিত রোহিদাস ও হার্দিক সিং।
ম্যাচের শুরুতে অবশ্য স্পেনেরই দাপট ছিল। প্রথম মিনিটেই ভারতের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন ইগলেসিয়াস। তাঁর শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রথম কোয়ার্টারের শুরুর দিকে স্পেনেরই দাপট ছিল। মিনিট দশেক পর থেকেই ম্যাচের রাশ তুলে নেয় ভারত। ১২ মিনিটে প্রথম পেনাল্টি কর্ণার পায় ভারত। কাজে লাগাতে পারেননি হরমনপ্রীত সিং। পরের মিনিটেই এগিয়ে যায় ভারত। হার্দিকের পেনাল্টি কর্ণার থেকে নেওয়া হরমনপ্রীতের শট আটকে দেন স্পেনের এক ডিফেন্ডার। লুজ বল ধরে গোল করে ভারতকে এগিয়ে দেন অমিত রোহিদাস।
দ্বিতীয় কোয়ার্টারেও খেলা দারুণ জমে উঠেছিল। ২৫ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল স্পেনের সামনে। পেনাল্টি কর্ণার থেকে শট নিয়েছিলেন পাও কুনিল। দুরন্ত ডাইভ দিয়ে সেভ করেন কৃষাণ পাঠক। এটাই ছিল স্পেনের প্রথম পেনাল্টি কর্ণার। প্রতি আক্রমণে উঠে এসে ব্যবধান বাড়ায় ভারত। ললিতের সঙ্গে পাস খেলে ২–০ করেন হার্দিক সিং। প্রথমার্ধে ২–০ ব্যবধানেই এগিয়ে ছিল ভারত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ভারতের সামনে। ৩২ মিনিটে পেনাল্টি পায় ভারত। স্পেনের ডি বক্সে ঢুকে শট নিতে গেলে আকাশদীপ সিংকে পেছন থেকে ফাউল করা হয়। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। হরমনপ্রীতের পেনাল্টি শট স্পেনের গোলকিপার রাফি প্রথমে আটকে দেন। তারপর বল গোল লাইন অতিক্রম করায় হোল হয়নি। হরমনপ্রীত রেফারেল নিলেও সিদ্ধান্ত বদল হয়নি।
৩৭ মিনিটে আরও একটা পেনাল্টি কর্ণার নষ্ট করে ভারত। ৪৩ মিনিটে আবারও পেনাল্টি কর্ণার কাজে লাগাতে পারেননি ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত। মিনিট চারেক পর স্পেনের বোনাস্ত্রেকে মারত্মকভাবে ফাউল করে ম্যাচ থেকে ১০ মিনিটের জন্য নির্বাসিত হন অভিষেক। শেষ কোয়ার্টারের অধিকাংশ সময় ১০ জনে খেলতে হয় ভারতকে।
❤ Support Us