- দে । শ
- জানুয়ারি ১২, ২০২২
নিজস্ব ‘জাতীয় নিরাপত্তা’ আইন তৈরি করবে হংকং : ক্যারি ল্যাম ।
বুধবার আইনসভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করে নেত্রী ক্যারি লাম বলেছেন, হংকং-এর আভ্যন্তরিন বিষয়ে বর্হিবিশ্বের হস্তক্ষেপ রুখতেই ‘জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে’ । নয়া আইন দেশের আভ্যন্তরিন নিরাপত্তা সুরক্ষিত করার পাশাপাশি বর্হিবিশ্বের অন্য কোনো রাজনৈতিক শক্তিও যাতে হংকংয়ের আভ্যন্তরিন বিষয়ে নাক গলাতে না পারে সে বিষয়েও গুরুত্ব অরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ব জুড়ে কোভিড হানার প্রাক পর্বে চিন যেভাবে হংকং-কে নিজ শাসনের আয়ত্তে রাখতে চেয়েছিল তারই বিরোধিতা করে প্রতিবাদে সামিল হয়েছিল হংকংয়ের বুদ্ধিজীবীর দল। চিনের শাসনের প্রতিবাদে হংকংয়ের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক থেকে সাধারণ গণতন্ত্রকামী মানুষে পথে নেমেছিলেন। ক্যারি বলেছেন নতুন এই নিরাপত্তা পরিষদের আইনে নাগরিক নিরাপত্তা শুধু নয় শহরে চুরি, ছিনতাই রাহাজানি বন্ধ করার বিষয়ও উল্লেখ করা আছে।
❤ Support Us