- দে । শ
- জুন ১২, ২০২৪
মন্তেশ্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা, জখম এক
ভরদুপুরে প্রকাশ্য বাজারে ধারাল অস্ত্র নিয়ে হামলা একদল দুষ্কৃতীর। মন্তেশ্বরের পুটশুড়ি এলাকার ঘটনায় রক্তাক্ত ও গুরুতর জখম রাহুল শেখ স্থানীয় আজাহারনগরের বাসিন্দা। তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ছোরার আঘাত লেগেছে রাহুলের ডানদিকের পেটের কাছে ও বাঁদিকের পিঠে। দু’জায়গাতেই গভীর ক্ষত তৈরি হয়েছে।
জখম রাহুলের বাবা খায়রুল শেখের সঙ্গে কথা বলে জানা গেল, রাহুল গুজরাটের রাজকোটে সোনার দোকানে কাজ করে। কয়েকদিন আগে সে বাড়ি ফিরেছে। পুটশুড়িতে ফলের দোকান নিয়ে বসা বাবাকে সাহায্য করতেই সে মঙ্গলবার সকাল থেকে পুটশুড়িতেই ছিল। এরপর মহাজনকে টাকা দিতে যাওয়ার সময় ভরা বাজারে রাহুলের কাছে থাকা টাকা ও মোবাইলটি কেড়ে নিতে যায় এক যুবক। না পেরে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাহুলের উপর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে যে বিষয়টি পুলিশ জানতে পেরেছে, তা হল, স্থানীয় তেঁতুলিয়ার এক বাসিন্দা কয়েকদিন আগে খায়রুল শেখের ফলের দোকান থেকে বেদানা কেনে। বেদানাটি সাদা কেন, সেই নিয়ে বচসা হয়। পূর্ব বিদ্বেষেই রাহুলকে ছুরিকাঘাত করা হয়েছে বলে মনে করছে পুলিশ ।
❤ Support Us