- দে । শ
- আগস্ট ২৪, ২০২৪
বসিরহাট হাসপাতালে ওয়ার্ডের মধ্যেই নার্স, স্বাস্থ্যকর্মীদের ওপর দুস্কৃতী হামলা
আরজি কর কান্ড নিয়ে সারা দেশ তোলপাড়। চিকিৎসক নার্স থেকে শুরু করে সর্বস্তরে কর্মক্ষেত্রে এবং বাইরে নিরাপত্তার দাবি তুলছেন। সরকার প্রশাসন এই মুহূর্তে জনতার দাবিকে দাবিয়ে রাখতে পারছে না। এরই মধ্যে বসিরহাট জেলা হাসপাতালে দিনে দুপুরে নিগৃহীত হলেন কর্মরত স্বাস্থ্য কর্মীরা। জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বহিরাগতরা চান্ডব চালালো। ব্যপক মারধোর করা হয় নার্স, গ্রুপ ডি কর্মী, এমনকী হাসপাতালের নিরাপত্তা রক্ষী, চিকিৎসার জন্য আসা মহিলা রুগীরাও বাদ যায়নি। তছনছ করা হয় হাসপাতালের ইমার্জেন্সি ও মেল মেডিসিন ওয়ার্ডে। শুক্রবার বেলা ১২ টা নাগাদ এই ঘটনা ঘটনায় আতঙ্ক ছড়ায় বসিরহাট জেলা হাসপাতালে ডাক্তার নার্স, স্বাস্থ্য কর্মীদের মধ্যে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বাদুড়িয়ার নারকেলবেড়িয়া গ্রামে বাড়ি বছ ৩৫–র এক যুবক বৃহস্পতিবার জ্বর, বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে। রুগীর শারিরীক অবস্থা সংকটজনক ছিল। হাসপাতালে চিকিৎসক রুগীর বাড়ির লোকদের সেকথা বারবার বুঝিয়েছেন। আজ , শুক্রবার সকাল সোয়া ১০ নাগাদ ওই রুগীর মৃত্যু হয়। রুগীর বাড়ির লোক আধঘন্টার মধ্যে বাড়ির লোক দেহ দাবি করে হুমকি দেয়। হাসপাতালের নিয়ম অনুযায়ি বেলা সোয়া ১২ টা নাগাদ হাসপাতাল থেকে ওই মৃতদেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। তারপরে ৩০/৪০ ঢুকে প্রথমে ইমার্জেন্সিতে টেবিল উল্টে কম্পুটার ভাঙে। তার পরে ওয়ার্ডে চড়াও হয়। সেখানে যথেচ্ছ ভাঙচুর করে দুস্কৃতীরা। কর্তব্যরত সিস্টার ইনচার্জকে পেয়ে তাঁকে ৮–১০ জন ঘিরে ধরে মারধোর করে। সিস্টার ইনচার্জকে মারছে দেখে ওয়ার্ডবয় রা তাঁকে বাঁচাতে ছুটে এলে তাদের বেধড়ক মারধোর করে বহিরাগতরা। নিরাপত্তা রক্ষীদের মারধোর করা হয়। এমনকী হাসপাতালে চিকিৎসার জন্য যেসব রুগী এসেছিলেন তাঁরাও রেহাই পাননি হামলা থেকে। এই ঘটনায় হাসপাপাতালের চিকিৎসক, নার্স, কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁরা হাসপাতাল সুপারের দ্বারস্থ হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছেন অবিলম্বে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে। প্রশ্ন উঠেছে, দিনে দুপুরে যখন নিরাপত্তা রক্ষী, ওয়ার্ড বয় সকলে রয়েছেন তাদের পরোয়া না করে বহিরাগতরা এসে হামলা চালানোর সাহস কোথা থেকে পাচ্ছে।
❤ Support Us