Advertisement
  • দে । শ বৈষয়িক
  • মে ৩, ২০২৪

দেশে দৃষ্টান্ত স্থাপন পূর্ব রেলওয়ের, সৌর বিদ্যুতের আওতায় হাওড়া ডিভিশনের ২৪ স্টেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে দৃষ্টান্ত স্থাপন পূর্ব রেলওয়ের, সৌর বিদ্যুতের আওতায় হাওড়া ডিভিশনের ২৪ স্টেশন

উষ্ণায়নের ভ্রুকুটিতে বিশ্বজুড়ে যখন ত্রাহি রব উঠছে, ঠিক তখনই দেশের মানচিত্রে নয়া দৃষ্টান্ত স্থাপন করল পূর্ব ভারতীয় রেলওয়ে। কার্বন নির্গমন কমাতে বেশ কিছুদিন ধরেই রেলওয়েতে সৌর বিদ্যুতের ব্যবহার পরিকল্পণা শুরু করেছিল পূর্ব রেলওয়ে । ইতিমধ্যেই আসানসোলে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন সৌর প্যানেল বাসানোর কাজ শুরু করেছে তারা । এবার হাওড়া রেলওয়ে শাখার ২৪টি স্টেশনকেও সৌর বিদ্যুত প্রকল্পের আওতায় আনল তারা ।

মগরা, চুঁচুড়া, চন্দননগর, নালিকুল, উত্তরপাড়া, কোন্নগর, শেওরাফুলি, শ্রীরামপুর, সিঙ্গুর, হরিপাল, ব্যান্ডেল, বালি, কামারকুণ্ডু, তারকেশ্বর, প্রান্তিক, কোপাই, বাতাসপুর, আহমেদপুর, স্বাধীনপুর এবং নবদ্বীপধাম প্রত্যেকটি স্টেশনেই বসানো হয়েছে সৌর বিদ্যুৎ প্যানেল । এই সৌর প্রকল্প গুলি ১৪৪৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম । সৌর শক্তির নয়াতম প্রযুক্তি কৌশলকে ব্যবহার করে প্রথম বছর সব কটি স্টেশন মিলিয়ে ১৮৪৬০০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। এর ফলে প্রতিবছর বিদ্যুত বিলে সাশ্রয় হবে ১.৮ কোটি টাকা। উদ্যোগটির সবথেকে ইতিবাচক দিক হল, এই প্রকল্প প্রতি বছর ১১৫০ টন কার্বন নির্গমন রুখতে সক্ষম। যা প্রায় ৫৫০০০ বৃক্ষ রোপণের  সমানুপাতিক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!