- Uncategorized
- জুলাই ১৯, ২০২১
মালালা বিরোধী তথ্যচিত্র তৈরি হল পাকিস্তানে
১৪ বছর বয়সে তালিবানের গুলিবিদ্ধ হয়েও হার না মানা অপরাজেয় মালালা ইতিমধ্যেই গোটা বিশ্বের ভালোবাসা আদায় করে নিয়েছেন। নারী শিক্ষার সেই বিশ্বদূতকে সম্মান জানিয়েছে ভোগ পত্রিকা। তাদের জুলাই সংখ্যার প্রচ্ছদ চিত্রে প্রকাশিত হয়েছে সোয়াত প্রদেশের অগ্নি কন্যার ছবি। বিশ্বজয়ী তরুণী অকপটে স্বীকার করেন বহুস্বরের সংস্কৃতির স্বাধীন স্বীকৃতিই সামাজিক সাম্যের একমাত্র পথ। সাম্প্রতিক এই বার্তায় আরও একবার জনচিত্ত জয় করলেন ২৩ এর নির্ভীক সমাজকর্মী, নোবেল লরিয়েট মালাল ইউসুফজাই।
কিন্তু এবার তাঁর বিরোধিতা করেই তৈরি হল একটি তথ্যচিত্র ‘আই অ্যাম নট মালালা’। তৈরি করল তাঁরই দেশ পাকিস্তান। সেদেশের ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস অ্যাসোসিয়েশন’ সোমবার প্রকাশ করেছে তথ্যচিত্রটি। সেখানে মালালার ইসলাম ও বিয়ে সম্পর্কিত মতামত এবং তাঁর পশ্চিমি ধ্যানধারণার প্রচার করাকে লক্ষ্য করে কঠোর সমালোচনা করা হয়েছে।
যে সংগঠন ওই তথ্যচিত্র তৈরি করেছে, তার সভাপতি কাসিফ মির্জার কথায়, ‘এই ‘আই অ্যাম নট মালালা’ তথ্যচিত্রের সাহায্যে আমরা দেশের ২ লক্ষ বেসরকারি স্কুলের ২ কোটি পড়ুয়াকে মালালার ইসলাম, বিয়ে ও পশ্চিমি অ্যাজেন্ডা নিয়ে বিতর্কিত মতামত সম্পর্কে জানাতে চেয়েছি।’
কেন হঠাৎ এমন এক তথ্যচিত্র তৈরি করা হল? সে প্রসঙ্গে কাসিফ মির্জার সাফাই গেয়েছেন, ‘দেশের তরুণ সম্প্রদায়ের সামনে আমরা মালালার মুখোশ খুলে দিতে চাই। যাতে উনি ওঁর ওই তথাকথিত মহিলাদের অধিকার আদায় করার সংগ্রামের গল্প শুনিয়ে ওদের প্রভাবিত না করতে পারেন।’
প্রসঙ্গত, ‘ভোগ’ পত্রিকার জুন সংখ্যায় মালালার যে সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেখানে এই বিষয়গুলি নিয়ে তিনি কথা বলেছিলেন। প্রধানত বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছিলেন, তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। সেই মতকে ‘ইসলাম বিরোধী’ বলেও আক্রমণ শানিয়েছেন মির্জা। তাঁর কথায়, মালালা বিয়ের জায়গায় ‘পার্টনারশিপ’কেই গুরুত্ব দিয়েছিলেন। সেই প্রসঙ্গে মির্জার মত, ইসলামে ‘পার্টনারশিপ’ নিষিদ্ধ। সুতরাং মালালা ইসলামবিরোধী কথা বলেছেন। শুদু তাই নয়, মালালা কোরানের সমালোচনা করেছেন। মালালার নোবেল পুরস্কার পাওয়া কিংবা তসলিমা নাসরিনের সঙ্গে তাঁর ছবি তোলাকেও নিন্দা করেছেন মির্জা। এই সব সমালোচনাই উঠে এসেছে এই তথ্যচিত্রে বলেছেন কাসিফ মির্জা ।