Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৪, ২০২২

‌আবার বিতর্কে কোহলি, তাঁর বিরুদ্ধে ‘‌ফেক থ্রো’‌–র অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আবার বিতর্কে কোহলি, তাঁর বিরুদ্ধে ‘‌ফেক থ্রো’‌–র অভিযোগ

বিরাট কোহলি রয়েছেন, অথচ বিতর্ক তৈরি হবে না, এরকম সচরাচর খুব কমই ঘটে। ‘‌বিতর্ক’‌ শব্দটা তাঁর নামের সঙ্গে যেন জড়িয়ে গেছে। মাঠে তাঁর ঔদ্ধত্য আচরণ নিয়েও বারবার প্রশ্ন উঠেছিল। ভারতের নেতৃত্ব ছাড়া নিয়ে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে তাঁর বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর বিরুদ্ধে আম্পায়ারের ওপর চাপ তৈরির অভিযোগও উঠেছিল। বাংলাদেশ ম্যাচে আবার বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি। তাঁর বিরুদ্ধে এবার ‘‌ফেক থ্রো’‌র অভিযোগ তুলেছেন বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান।

বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারে ব্যাট করছিলেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। সেই সময় ‘‌ফেক থ্রো’‌র নাটক করে দুই ব্যাটারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন কোহলি। এমমনই অভিযোগ করেছেন নুরুল হাসান। তাঁর দাবি, কোহলি যেটা করেছিলেন সেটা ক্রিকেটের আইনের পরিপন্থী। বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারে অর্শদীপ সিং একটা বল ধরে বাউন্ডারি লাইন থেকে উইকেটকিপার দীনেশ কার্তিকের দিকে ছুঁড়েছিলেন। কোহলি যেখানে ফিল্ডিং করছিলেন, সেই পথ ধরেই অর্শদীপের থ্রো আসছিল। বল না ধরেই কোহলি নন স্ট্রাইকিং প্রান্তের দিকে ছোঁড়ার ভঙ্গী করেন। অর্শদীপের থ্রো পৌঁছে যায় দীনেশ কার্তিকের কাছে।

কোহলির এই ‘‌ফেক থ্রো’‌ নিয়ে সরব বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান। তাঁর দাবি, কোহলির ওই আচরণের জন্য বাংলাদেশ ৫ রান পেনাল্টি পেতে পারত, ম্যাচটা জিতেও যেত। নুরুল হাসান বলেছেন, ‘‌ভারতের সঙ্গে ম্যাচে আমাদের বিরুদ্ধে একটা ফেক থ্রো–র ঘটনা ঘটেছিল। বিরাট কোহলি ফেক থ্রো–র অভিনয় করে আমাদের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। বিরাট যেভাবে ফেক থ্রো–র অভিনয় করেছিল, এটা ক্রিকেটের আইন বিরোধী। আম্পায়ারদের উচিত ছিল বিরাটকে ডেকে সতর্ক করা এবং আমাদের ৫ রান পেনাল্টি দেওয়া। সেক্ষেত্রে ম্যাচটা টাই হতে পারত।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!