- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৩০, ২০২৩
ফ্লোরিডার দিকে ছুটে আসছে ভয়ঙ্কর হ্যারিকেন ইডালিয়া

অপরূপ সৌন্দর্যে ভরা ফ্লোরিডা। যে কোনও মুহূর্তে তছনছ হওয়ার আশঙ্কায় প্রহর গুনছে শহরবাসী। এই উপকূলবর্তী ছোট্ট শহরেরে ওপর আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর হ্যারিকেন ইডালিয়া। ইতিমধ্যেই শহরে লাল সংকেত জারি করেছে প্রশাসন। শহর ফাঁকা করতে শুরু করেছেন বাসিন্দারা।
১৭৫ কিমি গতিতে ফ্লোরিডার দিকে ছুটে আসছে হ্যারিকেন ইডালিয়া। বুধবার সকালে ক্যাটেগরি ৪ হয়ে ফ্লোরিডার স্থলভাগে আছড়ে পড়ার কথা। ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে এই ঝড় সবকিছু ধ্বংস করে দিয়ে যেতে পারে। হ্যারিকেন কেন্দ্র বলেছে, ‘ইডালিয়া বিগ বেন্ড অঞ্চলের কিছু অংশকে ১২ থেকে ১৬ ফুট উঁচু ঢেউ দিয়ে প্লাবিত করে দিয়ে চলে যাবে। এছাড়া তীব্র ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ঝড়ের জলোচ্ছ্বাসের প্রভাবে ওয়াকুল্লা, জেফারসন কাউন্টি লাইন এবং ইয়াঙ্কিটাউন ও ফ্লোরিডার মধ্যে ধ্বংসলীলা চালাবে। এইসব এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
ইতিমধ্যেই অনেকেই শহর ছাড়তে শুরু করেছেন। কেউ আবার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত না নিয়ে খাবার সংগ্রহ করতে শুরু করেছেন। ঝড়ের হাত থেকে রক্ষা পেতে বাড়ির জানালায় প্লাইউড আটকাচ্ছেন। ফ্লোরিডা ডিভিশন অফ এমার্জেন্সি ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক কেভিন গুথরি মঙ্গলবার সন্ধ্যায় সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘সকলকে দ্রুত জিনিসপত্র গুছিয়ে এলাকা থেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। কেউ যদি এখনও এই ব্যাপারে উদ্যোগ না নিয়ে থাকেন, তাদের দ্রুত উদ্যোগ নিতে অনুরোধ করা হচ্ছে। মৃত্যু এবং বিপর্যয়মূলক ধ্বংসের প্রচুর সম্ভাবনা রয়েছে। ঝড় ওঠার সঙ্গে সঙ্গে সব ধরণের জরুরি পরিষেবা বন্ধ হয়ে যাবে।’
❤ Support Us