- এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
- অক্টোবর ১৫, ২০২২
‘ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ড’ পেল হায়দরাবাদ

দেশের মুখ উজ্জ্বল করল হায়দরাবাদ। দক্ষিণ কোরিয়ার জেজুতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হর্টিকালচার প্রডিউসারস (AIPH) ২০২২–এ ‘ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের এই শহর। এছাড়া ‘লিভিং গ্রিন ফর ইকোনমিক রিকভারি অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ’ পুরস্কারও জিতে নিয়েছে হায়দরাবাদ। পৌর প্রশাসন ও নগর উন্নয়ন মন্ত্রী কেটি রামা রাও হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির পুরো দলকেএবং বিশেষ মুখ্য সচিব, এমএ অ্যান্ড ইউডি অরবিন্দ কুমারকে এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন৷
শুক্রবার জারি করা একটা সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘হায়দরাবাদ হল একমাত্র ভারতীয় শহর যাকে লিভিং গ্রিন ফর ইকোনমিক রিকভারি অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এটি তেলেঙ্গানা এবং ভারতের জন্য গর্বের বিষয় যে, শুধুমাত্র ক্যাটাগরির পুরস্কারই নয় বরং সামগ্রিকভাবে ওয়ার্ল্ড গ্রিন সিটি ২০২২ পুরস্কার জিতেছে।’ হায়দরাবাদ শহরটি মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হর্টিকালচার প্রডিউসারস’ পুরষ্কার পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
এক বিবৃতিতে চন্দ্রশেখর রাও বলেন, ‘এই আন্তর্জাতিক পুরস্কার তেলেঙ্গানা ও দেশের সুনাম আরও মজবুত করেছে। এই আন্তর্জাতিক পুরস্কার প্রমাণ করে যে রাজ্য সরকার নগর উন্নয়ন কর্মসূচিকে দৃঢ়ভাবে বাস্তবায়ন করছে, দেশকে সবুজ ফল দিচ্ছে। এটা গর্বের বিষয় যে হায়দরাবাদ ভারতের একমাত্র শহর যা এই আন্তর্জাতিক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।’
❤ Support Us