Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৮, ২০২৫

ব্যর্থতা অব্যাহত, হারের হ্যাটট্রিক অব্যাহত মহমেডানের

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যর্থতা অব্যাহত, হারের হ্যাটট্রিক অব্যাহত মহমেডানের

একসময় দলের ব্যর্থতার জন্য কোচ আন্দ্রে চেরনিশভের দিকে আঙুল তুলতেন অনেকেই। একট আর রিজার্ভ বেঞ্চে চেরনিশভ নেই। তাতেও বদলায়নি মহমেডান। সেই হারের ধারা অব্যাহত। শনিবার হায়দরাবাদের কাছে ৩–১ ব্যবধানে হারতে হল সাদা–কালো ব্রিগেডকে।
লিগ টেবিলের শেষ দুই স্থানে থাকে দুটি দল এদিন খেলতে নেমেছিল। মহমেডান ফুটবলারদের খেলা দেখে একবারও মনে হয়নি জেতার জন্য মাঠে নেমেছে। মহমেডানের রক্ষণভাগের দুর্বলতার কথা মাথায় রেখে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়েছিল হায়দরাবাদ। যদিও ম্যাচের প্রথম সুযোগ এসেছিল মহমেডানের সামনেই। ৮ মিনিটে ১৮ গজ দুর থেকে দুর্দান্ত শট নিয়েছিলেন অ্যালেক্সিজ গোমেজ। তাঁর সেই শট কোনও রকমে বাঁচান হায়দরাবাদ গোলকিপার।
তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হায়দরাবাদকে। ম্যাচের ২৪ মিনিটে দলকে এগিয়ে দেন অ্যালন ডি’‌সুজা। মহম্মদ রফির পাস থেকে গোল করেন তিনি। ৩৮ মিনিটেও সমতা ফেরানোর সুযোগ এসেছিল মহমেডানের কাছে। অ্যালেক্সিজ গোমেজের শট আবার আটকে দেন হায়দরাবাদ গোলকিপার অর্শদীপ সিং। প্রথমার্ধের ইনজুরি সময়ে রামলুংচুঙ্গা হায়দরাবাদের হয়ে ব্যবধান বানান। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ২–০।
প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়েও হতদ্যোম হয়ে পড়েনি মহমেডান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা চাপ সৃষ্টি করে সাদা–কালো ব্রিগেড। ৭৮ মিনিটে গোমেজের পাস থেকে মাকান ছোটে ব্যবধান কমান। এরপর সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করেও ব্যর্থ মহমেডান। উপরন্তু ম্যাচের ইনজুরি সময়ের ৬ মিনিটের মাথায় পাওলিস্তার পাস থেকে হায়দরাবাদের হয়ে ব্যবধান বাড়ান জোসেফ সানি। হারের হ্যাটট্রিক করল মহমেডান। ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরেই থাকল সাদা–কালো ব্রিগেড। ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থাকল হায়দরাবাদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!