Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২৮, ২০২২

মায়া উবাচ: রাষ্ট্রপতি নয়, স্বপ্ন দেখি প্রধানমন্ত্রী হওয়ার ।

আরম্ভ ওয়েব ডেস্ক
মায়া উবাচ: রাষ্ট্রপতি নয়,  স্বপ্ন দেখি প্রধানমন্ত্রী হওয়ার ।

বৃহস্পতিবার বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী বলেছেন, আরামের জীবন তাঁর পছন্দের নয়। পরিশ্রম ও লড়াই করেই তিনি বাঁচতে ভালোবাসেন ।সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের উদ্দেশ্যে এ কথা বলেছেন । বুধবার এক অনুষ্ঠানে মায়াবতীর বিরুদ্ধে গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট হস্তান্তরিত করার অভিযোগ তুলেছিলেন অখিলেশ। সেই সঙ্গে তিনি বলেন, বিজেপি মায়াবতীকে দেশের রাষ্ট্রপতি করে কি না সেটাই এখন দেখার। তাঁর দাবি ছিল, দলিত নেত্রীকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ দেওয়ার শর্তেই নির্বাচনের সময় তাঁর দলের সঙ্গে ‘চুক্তি’ হয়েছিল গেরুয়া শিবিরের। অখিলেশের এহেন দাবির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন মায়াবতী।

বলেছেন, ‘উত্তরপ্রদেশে নিজেদের ক্ষমতা দখলের রাস্তা পরিষ্কার করতে আমাকে রাষ্ট্রপতি বানানোর স্বপ্ন দেখা বন্ধ করুক সমাজবাদী পার্টি। আমি কখনওই রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখি না। কেননা আমি আরামের নয়, সংগ্রামের জীবন চাই। আমি আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি। এবং ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রীও হতে চাই।’ অখিলেশের বিরুদ্ধে পালটা অভিযোগ করে তিনি বলেন, বিজেপির নতুন করে ক্ষমতায় আসার পিছনে সমাজবাদী পার্টি ও তাদের দলীয় প্রধানই দায়ী। তাঁর কথায়, ‘সমাজবাদী পার্টিই রাজ্যে মুসলিম ও অন্যদের উপরে হওয়া নৃশংসতার জন্য দায়ী।’

উল্লেখ্য, ইতিমধ্যেই মায়াবতীর দলের সাধারণ সম্পাদক সতীশচন্দ্র মিশ্র ও দলের একমাত্র বিধায়ক উমাশংকর সিং বৃহস্পতিবারই দেখা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। এই বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের রাজনীতিতে ফের কোনও বড় বদল ঘটে কি না, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!