Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩০, ২০২৩

জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং

আরম্ভ ওয়েব ডেস্ক
জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং

চলতি মরশুমে শুরু থেকেই দারুণ ছন্দে মহমেডান স্পোর্টিং। ডুরান্ড কাপে সেমিফাইনালে উঠতে না পারলেও খুব একটা খারাপ খেলেনি। ইস্টবেঙ্গল, মোহনবাগানকে পেছনে ফেলে কলকাতা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন। আই লিগ অভিযানও দারুণভাবে শুরু করল সাদাকালো ব্রিগেড। প্রথম ম্যাচেই হারিয়েছে আইজল এফসি–কে। ম্যাচের ফল ২–১। মহমেডানের হয়ে গোলদুটি করেন স্যামুয়েল ও অ্যালেক্সিজ গোমেজ।
মেহরাজউদ্দিনকে সরিয়ে লিগের মাঝপথে আন্দ্রে চেরনিশভের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন মহমেডান কর্তারা। আবাসিক শিবিরে তিনি দলকে যে ভালভাবে তৈরি করেছেন, আই লিগের প্রথম ম্যাচেই বোঝা গেছে। কলকাতা লিগের দুই সেরা ফুটবলার মিডফিল্ডার তন্ময় ঘোষ ও স্ট্রাইকার ডেভিডকে প্রথম একাদশের বাইরে রাখলেও দলের ছন্দ নষ্ট হয়নি। ম্যাচের শুরু থেকেই মহমেডানের খেলায় দারুণ ঝাঁঝ ছিল।
ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় মহমেডান। কর্নার থেকে স্যামুয়েল লালমু্য়ানপুইয়ার উদ্দেশ্যে আইজল বক্সের বাইরে পাস খেলেছিলেন অ্যালেক্সিজ গোমেজ। সেই বল ধরে কোনাকুনি শটে গোল করেন স্যামুয়েল। যদিও এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মহমেডান। ১২ মিনিটেই সমতা ফেরায় আইজল। লালথানমাওইয়ার ফ্রিকিক রিসিভ করেন রিনজুয়ালা। তারপর বল বাড়ান লালরিনফেলার উদ্দেশ্যে। লালরিনফেলা গোল করে সমতা ফেরান। ২৮ মিনিটে মহমেডানকে আবার এগিয়ে দেন অ্যালেক্সিজ।
প্রথমার্ধে প্রিন্স ওপোকু চূড়ান্ত ব্যর্থ হওয়ায় দ্বিতীয়ার্ধে ডেভিডকে নামান মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ। মহমেডানের আক্রমণভাগের গতি আরও বাড়ে। একের পর এক সুযোগ তৈরি হয়। তিনকাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে উঠে নিশ্চিত চারটি গোল বাঁচান আইজল গোলকিপার রিয়াতপুইয়া। ম্যাচের একেবারে অন্তিমলগ্নে আইজলের গুস্তাভোর হেড পোস্টে লেগে ফিরে আসে। না হলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হত মহমেডানকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!