- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ১৪, ২০২৩
সংসদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে বিঁধলো “ইন্ডিয়া” জোট । মহীশূরের বিজেপি সাংসদকে বহিস্কার ও গ্রেফতারির দাবি
বুধবার সংসদে অধিবেশন চলাকালীন আচমকা গ্যাস অ্যাটাক নিয়ে বৃহস্পতিবার বিরোধীদের প্রতিবাদে শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদের শীতকালীন অধিবেশন। এই ঘটনার প্রতিবাদে রীতিমতো স্লোগান দিয়ে “ইন্ডিয়া” জোটের শরিকরা অধিবেশনকক্ষ উত্তপ্ত করে তোলেন।
বৃহস্পতিবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বিরোধী “ইন্ডিয়া” জোটের বৈঠকে এই প্রতিবাদের প্রস্তাব গৃহীত হয়। অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই লোকসভা ও রাজ্যসভায় বিরোধী সাংসদরা মঙ্গলবার সংসদের অভ্যন্তরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন।
“ইন্ডিয়া” জোট শরিক সাংসদদের দাবি, সংসদে প্রশ্ন করার জন্য পোর্টালের পাসওয়ার্ড অন্য কাউকে দেওয়া যদি জাতীয় নিরাপত্তা ইস্যু হয় এবং তার জেরে তৃণমূলের মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কৃত হতে হয়, তাহলে বুধবার গ্যাস হামলার ঘটনাকেও একই গুরুত্ব দিয়ে দেখা হোক এবং যাঁর সই করা পাস নিয়ে সংসদে ঢুকেছিল হামলাকারীরা, মহীশূরের সেই বিজেপি সাংসদ প্রতাপ সিংকেও বহিষ্কার করা হোক। এদিকে, কর্তব্যে গাফিলতির অভিযোগে লোকসভায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৭ জনকে সাসপেন্ড করা হয়েছে। অথচ বিজেপি সাংসদের দেওয়া পাস নিয়ে যারা সংসদে হামলা চালাল সেই সাংসদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা গ্রহণ সরকার করেনি। “ইন্ডিয়া” জোটের পক্ষে মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিংকে বিহস্কারের পাশাপাশি গ্রেফতারির দাবি জানিয়েছে বিরোধী সাংসদরা।
সংসদে দু’জনের হানার পর দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলে বুধবার দিল্লি ও কলকাতায় তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।
❤ Support Us