Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১, ২০২৩

১৪ সদস্যের সমন্বয় কমিটি গড়ল ‘ইন্ডিয়া’ ! তালিকায় নাম অভিষেকের। কমিটিতে সিপিএম প্রতিনিধির নাম ঘোষণা পরে

আরম্ভ ওয়েব ডেস্ক
১৪ সদস্যের সমন্বয় কমিটি গড়ল ‘ইন্ডিয়া’ ! তালিকায় নাম অভিষেকের। কমিটিতে সিপিএম প্রতিনিধির নাম ঘোষণা পরে

মুম্বইয়ে “ইন্ডিয়া” জোটের তৃতীয় বৈঠকে “সমন্বয় কমিটি” চূড়ান্ত করে ফেলল জোটের নেতৃত্ব। শুক্রবার দুপুরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় হোটেল গ্র্যান্ড হায়াতে বিজেপি বিরোধী “ইন্ডিয়া”-র ২৮টি দলের শীর্ষ নেতা-নেত্রীদের বৈঠকে গঠিত হল ১৪  জনের কো-অর্ডিনেশন বা সমন্বয়) কমিটি। ওই কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসাবে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন শরদ  পাওয়ার, নেই মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধি , রাহুল গান্ধির নাম। ১৪ জনের এই সমন্বয় কমিটির ১৩ জনের নাম আজ প্রকাশ করা হয়েছে। সিপিএম-এর কে এই সমন্বয় কমিটিতে থাকবেন সেটা পরে জানানো হবে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, ১৩ নয়, ১৪ জনের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিপিএমের এক নেতাকে অন্তর্ভুক্ত করা হবে। তাঁর নাম পরে জানাবে সিপিএম।

১৪ জনের সমন্বয় কমিটির যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আছেন শরদ পওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), এমকে স্ট্যালিন (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), হেমন্ত সোরেন (জেএমএম), মেহবুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব), লালন সিংহ (জেডিইউ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই) এবং রাঘব চড্ডা (আপ) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়(টিএমসি)। সিপিএম-এর কে থাকছেন এই কমিটিতে সেই নামটা পরে জানান হবে।

গত ২৩ জুন পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের আহ্বানে ১৭টি বিরোধী দলের প্রথম বৈঠক হয়। ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে সেই বৈঠকে প্রতিনিধি দলের সংখ্যা ১৭ থেকে বেড়ে ২৬ হয়েছিল, সেই ২৬ দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছিল  “ইন্ডিয়া” নামক জোট। শুক্রবার “ইন্ডিয়া”- র বৈঠকে ২৮টি দলের জোটের আনুষ্ঠানিক স্লোগানও ঘোষিত হয়েছে— “জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া।”

“ইন্ডিয়া”-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুততার ভিত্তিতে আসন্ন লোকসভা এবং বিধানসভা নির্বাচনগুলিতে “যতটা ঐক্যবদ্ধ ভাবে” লড়াইয়ের জন্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ১৩ জনের সমন্বয় কমিটিতে নেই সিপিএমের কোনও নেতা!


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!