Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২১, ২০২৩

আরএসএসের ‘আতুরঘর’ থেকেই প্রচার শুরু করবে “ইন্ডিয়া” !

আরম্ভ ওয়েব ডেস্ক
আরএসএসের ‘আতুরঘর’ থেকেই প্রচার শুরু করবে “ইন্ডিয়া” !

“ইন্ডিয়া” মঞ্চের প্রথম যৌথ সভা হওয়ার কথা ছিল ভোপালে, অক্টোবরের প্রথম সপ্তাহে, কিন্তু “ইন্ডিয়া”-র সেই সভা বাতিল হয়ে যায়। এবার শোনা যাচ্ছে আরএসএস-এর “আঁতুরঘর” নাগপুরে “ইন্ডিয়া” মঞ্চের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে। যদিও এই সভার দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

অক্টোবরের প্রথম সপ্তাহে মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডিয়া মঞ্চের প্রথম যে যৌথ জনসভা হওয়ার কথা ছিল, তা বাতিল হয়েছে। জানা গিয়েছে, ওই সময় মধ্যপ্রদেশে কংগ্রেসের অন্য প্রচার কর্মসূচি থাকায় সভা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। সেই সভা বাতিল হওয়ার পর এবার নাকি সভার স্থান হিসাবে বাছা হয়েছে মহারাষ্ট্রের নাগপুরকে। ঘটনাচক্রে ওই নাগপুরেই আরএসএসের সদর দপ্তর রয়েছে। সেখানে জনসভার পর একটি বৈঠকও করবেন ইন্ডিয়া জোটের নেতারা, এমনই শোনা যাচ্ছে।

দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে ইন্ডিয়া মঞ্চের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বিজেপি  সরকারের দুর্নীতিকে সামনে রেখে ভোপালে জোটের প্রথম জনসভাটি করা হবে। মূলত কংগ্রেস ওই জনসভার আয়োজনের দায়িত্বে থাকলেও ইন্ডিয়ার অন্য শীর্ষ নেতারা ওই জনসভায় থাকবেন। তার পর দেশের অন্যান্য প্রান্তেও এই ধরনের জনসভা হবে। কিন্তু পরে ভোপালের ওই সভা বাতিল করা হয়।

সম্প্রতি ঠিক হয়েছে, ভোপালের বদলে নাগপুরে ওই জনসভা করা হবে। ওই যৌথ সভায় ইস্যুও একই থাকবে। আয়োজনের দায়িত্বে মূলত কংগ্রেসই থাকবে। তবে, ওই সভার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, অক্টোবরেই সভা অনুষ্ঠিত হতে পারে। তার আগে অবশ্য জোটে আসন রফার বিষয়টি স্পষ্ট করে নিতে চাইছেন ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!