- দে । শ
- মে ২৩, ২০২৪
বিমান অবতরণে নাইট ভিশন গগলস ব্যবহার ভারতীয় বায়ুসেনার, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

প্রথমবার ইস্টার্ন সেক্টরে নাইট ভিশন গগলস (NVG) ব্যবহার করে সফলভাবে একটি বিমান অবতরণ করতে সফল হল ভারতীয় বিমান বাহিনী (IAF)। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সংবাদটি শেয়ার করে সাফল্যের আনন্দ ভাগ করে নিয়েছে তারা।
বায়ু সেনার ইস্টার্ন সেক্টরের অধিকৃত অঞ্চলগুলির মধ্যে রয়েছে ঝাড়খণ্ড , সিকিম, পশ্চিমবঙ্গ , বিহার এবং ওড়িশার কিছু অংশ। এছাড়া ৬৩০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমায় নজরদারি রাখে তাদের বাহিনী। দীর্ঘ এই সীমানার ওই পাড়ে রয়েছে চিন, নেপাল, ভুটান , মায়ানমার এবং বাংলাদেশ।
বায়ুসেনার পক্ষে সীমান্ত রক্ষার কাজ এখন আরও অনেক সুবিধাজনক হয়ে গেল । জানা গেছে, এর ফলে স্বল্প আলোতেও তাঁদের জওয়ানেরা নজরদারি চালানোর পাশাপাশি যুদ্ধও করতে পারবেন।
Achieving another significant milestone, an #IAF C-130J aircraft carried out a successful Night Vision Goggles aided landing at an Advanced Landing Ground in the Eastern sector.#IAF continues to expand capabilities, reinforcing commitment to safeguard nation’s sovereignty by… pic.twitter.com/nMAbDnWPhR
— Indian Air Force (@IAF_MCC) May 23, 2024
‘হর করম দেশ কা নাম’ হ্যাস ট্যাগ দিয়ে বিমান বাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দুটি ভিডিও প্রকাশ করেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে এনজেভি (NVG) প্রযুক্তির ব্যবহার করে তারা নিরাপদে বিমান অবতরণ করছে। দ্বিতীয় ভিডিওটিতে এয়ারক্র্যাফটের জানালার দৃশ্য দেখা যাচ্ছে। দুটি ভিডিও নয়া প্রযুক্তি ব্যবহার করে শুট করা।
যদিও বায়ুসেনার এই পদক্ষেপ নতুন নয়। এই বছর তাদের ‘C130-J এয়ারক্র্যাফট’ কার্গিলের এয়ারস্ট্রিপে প্রথম এই প্রযুক্তি ব্যবহার করে সফল অবতরণ করে। এল ও সি-তে তাদের এমন পদক্ষেপ এই প্রথমবার।
ভারতীয় বিমানবাহিনী এর আগে কারগিল এয়ারস্ট্রিপ থেকে An-32 মাল্টিপারপাস ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট চালু করেছিল। তীব্র শীতের সময় কার্গিল, শ্রীনগর এবং জম্মুর মধ্যে অসামরিক পরিবহণের জন্য তারা এই এয়ার ক্রাফট ব্যবহার করত। যদিও এখন আর তা উপলব্ধ নেই।
নয়া প্রযুক্তি ব্যবহারে পরপর সাফল্যে গর্বিত ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, তাঁরা সবসময়ই উন্নততর প্রযুক্তির সাহায্যে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য বদ্ধ পরিকর।
❤ Support Us