Advertisement
  • দে । শ
  • জুন ৪, ২০২৪

দুর্ঘটনায় সুখই

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্ঘটনায় সুখই

দুর্ঘটনার কবলে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম স্তম্ভ সুখই ৩০ এমকেআই যুদ্ধ বিমান। বেলা একটা নাগাদ মহারাষ্ট্রের নাসিকের কাছে শীর্ষাগাও নামক গ্রামে ভেঙে পড়ে দুই ইঞ্জিন এবং দুই আসনের এই বিমানটি। বিমান চালনার দায়িত্বে ছিলেন উইং কমান্ডার বকিল ও তার সহযোগী সেকেন্ড ইন কমান্ড বিশ্বাস। তারা সময় মত দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে বেড়িয়ে আসতে সক্ষম হন ।তারা আহত হলেও আঘাত গুরুতর নয়। যদিও উড়ো জাহাজটি বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর তত্ত্ববধানে ছিলো না। হিন্দুস্তান এরোনিটিক্স লিমিটেড বিমান দেখভালের দায়িত্বে ছিল।

রাশিয়ান বিমান প্রস্তুতকারক সংস্থা সুখই এর এই বিমানটি সুখই ৩০ নামে পরিচিত হলেও ভারতের নিজস্ব বিমান প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড একটু উন্নততর সুখই ৩০ এমকেআই তৈরি করে। সম্মুখ সমরে পারদর্শী এই বিমানে রয়েছে দুটো স্যাটার্ন এএল ৩১ ইঞ্জিন এবং উন্নত প্রযুক্তির ককপিট। এই বিমান দূর পাল্লার ক্ষেপনাস্ত্র ছুড়তেও সক্ষম। তবে এটি প্রথম দুর্ঘটনা নয়। এর আগেও কয়েকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছে এই বিমান।তবে তা কখনোই ‘ফ্লাইং কফিন’ মিগ ২১ এর মত পর পর দুর্ঘটনায় পড়েনি। যদিও এই ঘটনার তদন্ত করছে পুলিশ এবং হ্যাল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!