Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৩০, ২০২২

শাহিতন্ত্রে ফড়জাল-র প্রত্যাবর্তন

২০১৮ সালে 'রাষ্ট্রীয় সন্ত্রাসের' প্রতিবাদে চাকরি ছেড়ে দল তৈরি করেছিলেন ফয়জল ।

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহিতন্ত্রে ফড়জাল-র প্রত্যাবর্তন

২০১০ সালে, আই এ এস পরীক্ষার শীর্ষরোহী শাহ ফয়জলকে চাকরিতে ফিরিয়ে আনল কেন্দীয় স্বরাষ্ট্র দপ্তর । দেশভাগের পর ফয়জলই প্রথম কাশ্মীরি সন্তান, যিনি আই এ এস-পরীক্ষায় শীর্ষস্থান আধিকার করেছিলেন । ২০১৮ সালে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ প্রতিবাদে চাকরি ছেড়ে দল তৈরি করেছিলেন ফয়জল । সাড়া পান নি । কেন্দ্র তাঁকে বারবার চাকরিতে ফিরে আসার নির্দেশ দিয়েছে । আমল দেননি । সম্প্রতি টুইট বার্তায় বলেছেন, আমি খ্যাতি, বন্ধু হারিয়েছি । আদর্শবাদও আমাকে ত্যাগ করেছে । ভুল শুধরে নিয়ে নতুন প্রথাগত পেশায় নতুন জীবন শুরু করব ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!