- প্রচ্ছদ রচনা স | হ | জ | পা | ঠ
- জুন ১১, ২০২৪
বাঙালি সৌর বিজ্ঞানিকে বিশেষ সম্মান আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের

বিশ্বে ভারতের মুখোজ্জ্বল করলেন এক বাঙালি । ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (আইএইউ) হেলিওফিজিসিস্ট দেবজ্যোতি কংসবণিকের গবেষণা ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য স্বীকৃতি প্রদান করল। দেবজ্যোতি সম্প্রতি পুনের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রফিজিক্স থেকে তাঁর পিএইচডি সম্পন্ন করেছেন। গত বছরের ডিসেম্বর মাস থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির ফলিত পদার্থবিদ্যা গবেষণাগারে নাসার জ্যাক এডি পোস্টডক্টরাল ফেলো রূপে নিযুক্ত ছিলেন।
হাই-ফিডেলিটি স্পেকট্রোপোলারিমেট্রিক রেডিও ইমেজিং ব্যবহার করে IAU-এর সান অ্যান্ড হেলিওস্ফিয়ার গ্রুপের ‘ডিসিফারিং রেডিও এমিশন ফ্রম সোলার করোনাল ম্যাস ইজেকশনস’ শীর্ষক গবেষণাধর্মী কাজের অবদানের সম্মান স্বরূপ তাঁকে স্বীকৃতি দিল আইএইউ। চিনের জিংইউ ঝুর গ্রুপের সঙ্গে এই সম্মান প্রাপ্তির আনন্দ ভাগ করে নিয়েছেন।
গত মাসে আইএইউ আটটি পিএইচডি ও সাম্মানিক পুরস্কারের প্রোগ্রাম ঘোষণা করে। এ সংক্রান্ত ৩২ তম বৈঠকটি আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত হতে চলেছে ।
১৯১৯ সালে প্রতিষ্ঠিত, জ্যোতির্বিজ্ঞানের জন্য নিবেদিত বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ সংস্থা হল আইএইউ । এর মাধ্যমে, ১০০ টিরও বেশি দেশের ১২০০০এরও বেশি পেশাদার জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষানবিশেরা বিজ্ঞানের এই ক্ষেত্রের জন্য শিক্ষা, উন্নয়ন, গবেষণা মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। সে সংস্থার কাছে সম্মানিত হতে পেরে ভীষণ খুশি ড. দেবজ্যোতি কংসবণিক।
❤ Support Us