Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১, ২০২৩

ইডেনের বাইশ গজ দেখে মুগ্ধ আইসিসি–র প্রধান কিউরেটর অ্যাটকিনসন

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডেনের বাইশ গজ দেখে মুগ্ধ আইসিসি–র প্রধান কিউরেটর অ্যাটকিনসন

বিশ্বকাপ শুরু হতে আর মাসখানের বাকি। জোর কদমে চলছে প্রস্তুতি। সেজে উঠছে ইডেন। ইডেনের বাইশ গজ কতটা তৈরি, তা পরিদর্শন করতে শুক্রবার ইডেনে হাজির আইসিসি–র প্রধান পিচ কিউরেটর অ্যান্ড অ্যাটকিনসন। ইডেনের মাঠ ও উইকেট দেখে তিনি মুগ্ধ। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অ্যাটকিনসন।
আইসিসি–র পক্ষ থেকে এবার নির্দেশ দেওয়া হয়েছে স্পোর্টিং উইকেট তৈরি করতে। অর্থাৎ বোলাররা যেমন সুবিধা পাবেন, তেমনই ব্যাটাররাও যাতে রান করতে পারেন। সেই পরামর্শ অনুযায়ীই তৈরি হচ্ছে বাইশ গজ। ইডেনে বরাবরই স্পোর্টিং উইকেট তৈরি করে আসছেন পিচ কিউরেটর সুজন মুখার্জি। আইপিএলে বেশ কয়েকবার সেরা উইকেটের স্বীকৃতি ছিনিয়ে নিয়েছে ইডেন। সুতরাঁ বিশ্বকাপেও সে ইডেন সেরা উইকেট উপহার দেবে, সেকথা বলার অপেক্ষা রাখে না।
এবছর বিশ্বকাপে সেমিফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন। এই পাঁচটি ম্যাচের জন্য মোট ৪ খানা উইকেট তৈরি রাখা হচ্ছে। এছাড়া চারটি প্র‌্যাকটিস উইকেটও তৈরি রাখা হবে বলে জানিয়েছেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি। উইকেট তৈরির কাজ শেষ হলেও এখন রোলিং শুরু হয়নি। খুব বেশি বৃষ্টি না হলে চলতি মাসের শেষদিকে রোলিং শুরু হবে।
এদিন ইডেনের বাইশ গজ পরিদর্শনের পর সুজন মুখার্জির কাছে আইসিসি–র প্রধান পিচ কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন জানতে চান, দীর্ঘদিন ধরে কীভাবে ইডেনের বাইশ গজকে এইরকম সবুজ রেখেছেন। এইরকম ঘাস ধরে রাখার পরামর্শও তিনি দিয়েছেন। এর আগে ২০১৫ সালে টি২০ বিশ্বকাপের সময়ও ইডেন পরিদর্শনে এসেছিলেন অ্যাটকিনসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!